এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিধিনিষেধের মাঝেই কঠোর সিদ্ধান্ত, ফাঁক রাখতে নারাজ অভিষেক!

বিধিনিষেধের মাঝেই কঠোর সিদ্ধান্ত, ফাঁক রাখতে নারাজ অভিষেক!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দিনকে দিন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে একগুচ্ছ বিধি-নিষেধ লাগু করা হয়েছে। আর তার মাঝেই এবার দক্ষিণ 24 পরগনার করোনা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠকের পরেই সকল রাজনৈতিক সভা এবং বড় ধর্মীয় সমাবেশ আপাতত বন্ধ বলে জানিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। একাংশ বলছেন, বর্তমানে জনসমাবেশে লাগাম দেওয়া ছাড়া আর কোনো গতি নেই। আর সেই কারণেই নিজের সংসদীয় এলাকা বাঁচাতে এবং করোনা পরিস্থিতি আয়ত্তে আনতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত।

সূত্রের খবর, শনিবার দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের সঙ্গে একটি বৈঠকে বসেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই রাজনৈতিক সমাবেশ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি। বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রতিদিন সংক্রমণ বাড়ছে। করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। 28 ফেব্রুয়ারি পর্যন্ত কোনো রাজনৈতিক সভা নয়। বাজারে গেলে দুটি করে মাস্ক পড়া বাধ্যতামূলক। আগামী দুই মাস কোনো রাজনৈতিক সভা হবে না।” আর এই নিয়ম যে শুধুমাত্র তৃণমূল নয়, সকল রাজনৈতিক দলের জন্যই, তাও স্পষ্ট করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বিশেষজ্ঞরা বলছেন, এতদিন নানা উৎসব এবং ভোটের মধ্যে দিয়ে গিয়েছে রাজ্য। যার কারণে সংক্রমণ ক্রমশ বেড়েছে। তবে এখনই সাধারন মানুষের পায়ে বেড়ি না পড়ালে পরিস্থিতি আরও আয়ত্তের বাইরে চলে যেতে পারে। তাই এই অবস্থায় জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে কড়া সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!