এখন পড়ছেন
হোম > অন্যান্য > বছর শেষে কি বলছে রাজ্যের করোনা আপডেট? দেখে নিন একনজরে

বছর শেষে কি বলছে রাজ্যের করোনা আপডেট? দেখে নিন একনজরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সাবধান করা হয়েছিল আগেই, ফল পাওয়া গেল হাতেনাতে। মার্কিন যুক্তরাষ্ট্রে ইতিমধ্যেই করোনার নতুন স্ট্রেন নিয়ে কপালে ভাঁজ পড়েছে চিকিৎসকদের। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিশ্বে আপাতত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০,৭০৯,০৮৮ জন। যার মধ্যে মৃত্যু হয়েছে ১, ৭৬৪,৩৪৯ জনের। অন্যদিকে, করনা জয় করে সুস্থ হয়েছেন ৫৬,৪১২,২৩৬ জন।

সেইসঙ্গে করোনার নতুন স্ট্রেন বি ১১৭-এর আবিষ্কার হওয়ার পর থেকেই ব্রিটেনের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশ বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। দেশের প্রধানমন্ত্রী বরিস জনসন লন্ডন এবং দক্ষিণ ইংল্যান্ডে কড়া লকডাউন পালনের নির্দেশ জারি করেছে বলেও জানা গেছে। অন্যদিকে ব্রিটেনের তরফ থেকেও দক্ষিণ আফ্রিকার সঙ্গে বিমান সংযোগ বন্ধ করা হয়েছে বলেই জানা গেছে। সেখানে এরই মধ্যে ভারতেও নিম্নমুখী সংক্রমণকে পিছনে ফেলে আবারও বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের পারদ।

গতকালের পরিসংখ্যান অনুযায়ী জানা গেছে, রাজ্যে করোনাতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫৪১ জন। সেইসঙ্গে গত ২৪ ঘন্টায় বাংলায় মৃত্যু হয়েছে ৩১ জনের। অন্যদিকে করোনা জয় করে ১৯৫৪ জন সুস্থ হয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে গত এক দিনে উত্তরপ্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা কমেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তথ্য সূত্রে জানা গেছে, সেখানে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৪৪১ জন। মৃত্যু হয়েছে ১২ জনের এবং সুস্থ হয়েছেন ১৩৪২ জন। ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যার নিরিখে কেরল প্রথম স্থানে ছিল। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমে দাঁড়িয়েছে ৫৩৯৭জন। যার মধ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা রয়েছে ৬৬, ৯৫১ জন। সেখানে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯৩০ জনের।

অন্যদিকে, ২৪ ঘন্টায় করোনা সংক্রমণের নিরিখে মহারাষ্ট্রতে ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৩,৪৩১ জন এবং ৭১ জনের মৃত্যু হয়েছে। সেইসঙ্গে একদিনে সুস্থ হয়েছেন ১৪২৭ জন। অন্যদিকে, দিল্লির পরিস্থিতি আগের থেকে অনেকটাই উন্নতি হয়েছে বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!