এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > শুভেন্দুর সাথে বৈঠকে বিজেপির শীর্ষ নেতৃত্ব! বড় দায়িত্ব পাবেন শুভেন্দু অধিকারী?

শুভেন্দুর সাথে বৈঠকে বিজেপির শীর্ষ নেতৃত্ব! বড় দায়িত্ব পাবেন শুভেন্দু অধিকারী?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। তার আগে তৃণমূলের ঘরে এখন ভাঙন ধরাতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর মত তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতাকে নিজেদের দলে নিয়ে এসেছে গেরুয়া শিবির। আর শুভেন্দু অধিকারীর পথ ধরে সিপিএম, কংগ্রেস সহ তৃণমূলের একাধিক জনপ্রতিনিধি যোগ দিয়েছেন ভারতীয় জনতা পার্টিতে। এদিকে নতুন দলে যোগ দিয়েই কাজ শুরু করে দিয়েছেন শুভেন্দুবাবু।

ইতিমধ্যেই দলের পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা সভায় উপস্থিত হয়ে নিজের প্রাক্তন দল তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অনুধাবন করেছে যে, শুভেন্দু অধিকারীকে দিয়েই তারা তৃণমূলের ঘরে এবার ভাঙন ধরাবে। আর এই পরিস্থিতিতে এবার বিশেষ বৈঠকে বসতে চলেছে বিজেপির বাংলার নেতারা।

সূত্রের খবর, আগামী 28 ও 29 ডিসেম্বর শুভেন্দু অধিকারীর মেদিনীপুরের সভায় যে সমস্ত নেতা নেত্রীরা বিজেপিতে যোগ দিয়েছেন, তাদের নিয়ে একটি বৈঠক করা হবে। যেখানে উপস্থিত থাকবেন চার কেন্দ্রীয় মন্ত্রী। স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে এবার ব্যাপক জল্পনা তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। শুভেন্দু অধিকারীকে নিয়ে বিজেপির বাংলার নেতারা বৈঠক করার পর কি শুভেন্দু অধিকারী সহ যারা দলবদল করে বিজেপিতে যোগ দিয়েছেন, তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে! এখন তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।

প্রসঙ্গত উল্লেখ্য, শনিবার হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যালয়ে শুভেন্দু অধিকারী সহ যারা বিজেপিতে এসেছেন, তাদের সংবর্ধনা দেওয়া হয়। আর সেখানেই বক্তব্য রাখতে উঠে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “21 বছর তৃণমূল পার্টিটা করেছি বলে এখন লজ্জা করে। এই দলটা এখন একটা কোম্পানিতে পরিণত হয়েছে। 34 বছর বামেরা এই রাজ্যকে বিপথে চালিত করেছে। তৃণমূল কংগ্রেস সেই একই চটিতে পা গলিয়েছে। রাজ্যের কোনো উন্নতি হয়নি। রাজ্যবাসীর অর্থনৈতিক অবস্থা খারাপ হয়েছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর বিজেপিতে যোগ দিয়েই তিনি যে অলআউট আক্রমণে নেমে গিয়েছেন তৃণমূলের বিরুদ্ধে, তা বলাই যায়। আর এই পরিস্থিতিতে সেই শুভেন্দু অধিকারী সহ যারা দলবদল করে বিজেপিতে এসেছেন, তাদের নিয়ে বৈঠক করতে চলেছে বঙ্গ বিজেপি। আর এই বৈঠক নিয়েই এবার তৈরি হয়েছে গুঞ্জন। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তৃণমূল কংগ্রেসের সবথেকে বড় সাংগঠনিক ব্যক্তি ছিলেন শুভেন্দু অধিকারী‌। ফলে সেই শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর তৃণমূলে ভাঙ্গন ধরবে বলে আশঙ্কা করা হয়েছিল।

এমনকি সেই আশঙ্কাকে সত্যি করে মেদিনীপুরের সভায় সেই শুভেন্দু অধিকারীর পথেই পা বাড়িয়েছেন একাধিক শাসকদলের বিধায়ক এবং সাংসদ। আর এই পরিস্থিতিতে আগামীদিনে শুভেন্দু অধিকারীকে যদি বিজেপি বড় কোনো দায়িত্ব দেয়, তাহলে তিনি যে তৃণমূলের ঘাড়ে ক্রমাগত নিঃশ্বাস ফেললেন এবং শাসকদলের অস্বস্তি বাড়িয়ে দেবেন, তা বলাই যায়। স্বভাবতই এই পরিস্থিতিতে এবার শুভেন্দু অধিকারী যারা দলবদল করে বিজেপিতে এসেছেন, তাদের নিয়ে বৈঠক করে বিজেপির রাজ্য নেতৃত্ব কি বার্তা দেয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!