এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > শুভেন্দুর পর এবার সুনীলকেও কেন্দ্রীয় নিরাপত্তা! বাড়ছে জল্পনা!

শুভেন্দুর পর এবার সুনীলকেও কেন্দ্রীয় নিরাপত্তা! বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপিতে যোগ দিতে না দিতেই শুভেন্দু অধিকারীকে দেওয়া হয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। অনেকে বলছেন, তৃণমূল থেকে যারা বিজেপিতে যোগ দিচ্ছেন, তাদের ওপর হামলা হওয়ার আশংকা রয়েছে। তাই সেই সমস্ত হেভিওয়েট নেতাদের গেরুয়া শিবির নিজেদের দিকে এনে কেন্দ্রীয় নিরাপত্তা দিতে শুরু করেছে। তবে শনিবার বিজেপির নির্বাচনী কার্যালয়ে শুভেন্দু অধিকারী সহ যারা দলবদল করেছেন, তাদের সকলকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার কথা ছিল। কিন্তু সেই অফিসে যেতে না যেতেই হামলার শিকার হন তৃণমূল ত্যাগ করা সাংসদ সুনীল মণ্ডল।

আর এবার শুভেন্দু অধিকারীর পর সেই সুনীল মণ্ডলকেও কেন্দ্রীয় নিরাপত্তা দিতে উদ্যত হয়েছে বঙ্গ বিজেপি। যার জেরে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে বাংলার রাজনৈতিক মহলে। প্রসঙ্গত উল্লেখ্য, গত 19 ডিসেম্বর মেদিনীপুরে অমিত শাহের উপস্থিতিতে শুভেন্দু অধিকারীর সাথেই বিজেপিতে যোগ দিয়েছিলেন বর্ধমান পূর্বের সংসদ সুনীল মণ্ডল। কিন্তু দলবদল করার আগেই শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের দেওয়া সমস্ত নিরাপত্তা ত্যাগ করেন। আর এর পরেই তাকে জেড ক্যাটাগরির নিরাপত্তা প্রদান করে কেন্দ্রীয় বাহিনী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এবার সেই সুনীল মন্ডলের উপর বিজেপির নির্বাচনী কার্যালয়ে উপস্থিত হওয়ার পর এই হামলার শিকার হওয়ায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। যার ফলে সুনীল মন্ডলকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার কথা জানিয়ে দিলেন বিজেপির পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। এদিন তিনি বলেন, “সুনীল মণ্ডলকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে লিখিত আর্জি জানানো হয়েছে। দ্রুত তাকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হবে।” রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বিজেপির পক্ষ থেকে বারেবারে অভিযোগ করা হয়, যারা দলবদল করছেন, তাদের প্রাণ সংশয় রয়েছে।

এক্ষেত্রে তৃণমূলের সন্ত্রাস যে প্রধান কারণ, তা বক্তব্যের মধ্যে দিয়েই বুঝিয়ে দিয়েছেন বিজেপি নেতারা। আর এবার দলবদল করার সাথে সাথেই সংবর্ধনা নিতে যাওয়া সুনীল মন্ডলের ওপর যেভাবে হামলা হল এবং অভিযোগ উঠল তৃণমূলের দিকে, তাতে এক্ষেত্রে আর কোনোরকম ঝুঁকি নিতে চাইছে না বঙ্গ বিজেপি। দলবদলকারী নেতাদের যাতে প্রাণসংশয় না হয়, তার জন্য এবার সুনীল মণ্ডলকে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী প্রদান করে বিজেপি নেতাদের ভয়ের বাতাবরণকে দূরীভূত করতে চাইছে বলেই দাবি বিশেষজ্ঞদের। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!