এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > চা শ্রমিকদের পাকাবাড়ি থেকে কামতাপুরীদের জন্য মোটা টাকা! উত্তরবঙ্গে গিয়েই মমতার বড়সড় ঘোষণা!

চা শ্রমিকদের পাকাবাড়ি থেকে কামতাপুরীদের জন্য মোটা টাকা! উত্তরবঙ্গে গিয়েই মমতার বড়সড় ঘোষণা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা আবহের মধ্যেই প্রশাসনিক কাজে যাতে ঢিলেমি না হয়, তার জন্য উত্তরবঙ্গে পা রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার উত্তরবঙ্গে আসার পর মঙ্গলবার থেকেই শুরু হয়ে গেছে তার প্রশাসনিক বৈঠক। একাধিক জেলাকে নিয়ে সেখানকার কাজকর্ম কেমন চলছে, তা জানতে উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনের এই প্রশাসনিক বৈঠকে বেশ কিছু বিষয়ে ক্ষোভ উগরে দিতে দেখা যায় তাকে।

সূত্রের খবর, এদিনের এই প্রশাসনিক বৈঠকে ইন্সপেক্টর রাজ কমানোর নির্দেশ দিতে দেখা যায় রাজ্যের প্রশাসনিক প্রধানকে। তিনি বলেন, “ইন্সপেক্টর রাজ কমাতে হবে জোর করে কোনো কাজ আটকানো যাবে না। কারও পেনশন আটকানো যাবে না। কাস্ট সার্টিফিকেট দিতে দেরি করা যাবে না।” অর্থাৎ তিনি যে কোনো কাজেই ঢিলেমি বরদাস্ত করবেন না, তা আরও একবার উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠক থেকে সরকারি আধিকারিক থেকে শুরু করে জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে মত বিশেষজ্ঞদের।

একাংশের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তার পেছনে যথেষ্ট কারণ রয়েছে। কেননা সামনেই 2021এর বিধানসভা নির্বাচন। তার আগে যত সম্ভব সরকারের ভালো কাজগুলো মানুষের কাছে যাতে দ্রুত পৌঁছে দেওয়া যায়, তার জন্য তৎপর হয়ে উঠেছে রাজ্যের বর্তমান সরকার। তাই এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠকের মধ্য দিয়ে যাতে কোনো কাজে ঢিলেমি না হয়, তার জন্য সকলকে তৎপর হওয়ার নির্দেশ দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে এদিনের এই প্রশাসনিক বৈঠক করোনা আবহের মধ্যে পুজোয় বেশ কিছু সতর্কতা পালন করতে হবে বলেও বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “পুজোয় বিশেষ সর্তকতা নিতে হবে। কোভিড যোদ্ধাদের জন্য আমি গর্বিত। করোনা নিয়ে কখনই ঢিলেমি নয়।” অর্থাৎ বর্তমানে উৎসবের মরসুমের কারণে রাজ্য সচল রাখা হলেও, করোনা পরিস্থিতি নিয়ে যে তিনি যথেষ্ট চিন্তিত, তা এদিনের এই প্রশাসনিক বৈঠকের মধ্য দিয়ে বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর সময় যাতে করোনার কারণে সকলে সচেতন থাকেন এবং প্রশাসনের সতর্ক দৃষ্টি থাকে, তার জন্য এদিনের বৈঠক থেকে বার্তা দেওয়ার চেষ্টা করলেন তিনি বলে মত বিশেষজ্ঞদের।

এদিকে এদিনের এই প্রশাসনিক বৈঠক থেকে চা বাগানের শ্রমিক সহ কামতাপুরী ভাষা অ্যাকাডেমির জন্য বেশকিছু প্রকল্পের কথা ঘোষণা করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “চা বাগানের শ্রমিকরা পাকা বাড়ি পাবেন। তিন বছরের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করতে হবে। কামতাপুরী ভাষা অ্যাকাডেমির জন্য 5 কোটি টাকা বরাদ্দ করা হল। রেশন নিয়ে যে কোনো অভিযোগের সমস্যার সমাধান করতে হবে। কোনো রকম গাফিলতি হলে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে।” এদিকে উদ্বাস্তুদের জমির মালিকানা দিতে আইন পাস হচ্ছে বলেও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠক থেকে কাজে যাতে ঢিলেমি না হয় তার বার্তা দিয়ে উন্নয়নে গতি আনার পরামর্শ দিলেন বঙ্গের প্রশাসনিক প্রধান।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!