এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার কি এই রাজ্যেও ক্ষমতা হারাতে চলেছে বিজেপি! জোর জল্পনা

এবার কি এই রাজ্যেও ক্ষমতা হারাতে চলেছে বিজেপি! জোর জল্পনা

 

সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ভারতীয় জনতা পার্টির। লোকসভা নির্বাচনে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রের ক্ষমতা দখল করলেও, তারপর বিভিন্ন রাজ্যের নির্বাচনে তারা পর্যদুস্ত হতে শুরু করেছে। সম্প্রতি ঝাড়খন্ডে ক্ষমতা হারিয়েছে বিজেপি।

আর ঝাড়খণ্ডের আগে হরিয়ানা এবং মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ পড়েছিল। যেখানে মহারাষ্ট্রে বিজেপি ক্ষমতা দখল করতে না পারলেও, হরিয়ানায় প্রবল বিরোধী জেজেপির সঙ্গে জোট করে মুখ রক্ষা করেছে তারা। যেখানে নির্বাচনের আগে অনেকে আশঙ্কা করেছিলেন যে, বিজেপির প্রবল বিরোধিতা জেজেপি হয়ত কংগ্রেসের সঙ্গে জোট করে বিজেপিকে কুপোকাত করবেন।

সেখানে কিংমেকার হয়ে ওঠা 10 টি আসন পাওয়া জেজেপির সঙ্গে জোট করে ক্ষমতা দখল করে ভারতীয় জনতা পার্টি। তারপর সবকিছু ঠিকঠাক চললে এবার এক জেজেপি নেতার মন্তব্যে হরিয়ানাতেও বিজেপি ক্ষমতা হারাতে পারে বলে জল্পনা ছড়িয়ে পড়ল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, সম্প্রতি হরিয়ানার জোট সরকারের বিধায়ক তথা জেজেপি নেতা রামকুমার গৌতম বলেন, “আমরা যে দলের বিরুদ্ধে প্রচার করে জিতলাম, তাদেরকেই সরকারে সমর্থন করলাম। এই সিদ্ধান্ত হরিয়ানার মানুষ ভালোভাবে নেবেন না। আমিও মনে করি, যে দলের বিরুদ্ধে আমাদের প্রচার, তাদের সঙ্গে হাত মেলানো উচিত হয়নি।

এই সিদ্ধান্তে আমিও আঘাত পেয়েছি। অনেক বিধায়কই দুষ্যন্ত চৌতালার এই সিদ্ধান্তের সঙ্গে সহমত পোষণ করেননি। অনেকে জানতেন না বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকার আসতে চলেছেন। ক্ষমতার মোহে দলের লোকজনদের ভুলে গিয়েছেন দুষ্যন্ত চৌতালা।”

আর বিজেপির সঙ্গে জোট করা নিয়ে জেজেপির বিধায়কের এহেন মন্তব্যেই এবার ছড়িয়ে পড়েছে জল্পনা। অনেকে বলছেন, তাহলে কি এবার দুষ্যন্ত চৌতালার কাজ থেকে তাদের বিধায়করা সরে যাবেন। আর যদি এটা হয়, তাহলে হরিয়ানায় বড়সড় ধাক্কা খেতে পারে ভারতীয় জনতা পার্টি।

মহারাষ্ট্র, ঝাড়খণ্ডের পর আবার একটি রাজ্যে তাহলে ক্ষমতা হারাতে হতে পারে তাদের। এখন রামকুমার গৌতমকে তার দল জেজেপি সামাল দিতে পারে, নাকি তিনি বিজেপির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দলের অস্বস্তি বাড়িয়ে বিধায়কদের নিজের দিকে নিয়ে এসে জোট সরকার ফেলে দেয়! সেদিকেই নজর রয়েছে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!