এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভোটার তালিকায় নাম তোলা নিয়ে নয়া আশ্বাস মমতার, জেনে নিন

ভোটার তালিকায় নাম তোলা নিয়ে নয়া আশ্বাস মমতার, জেনে নিন


 

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রথম থেকেই নিজের আপত্তির কথা জানিয়ে এসেছেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই কলকাতার রাজপথে একাধিক মিছিল করে সভা-সমিতির মাধ্যমে অবিলম্বে এই নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবি জানিয়েছেন তিনি। আর এবার ফের এই ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠতে দেখা গেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

সূত্রের খবর শুক্রবার নৈহাটি উৎসবের উদ্বোধন করতে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে এনআরসির বিরুদ্ধে ও কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা যায় তাকে। ভোটার তালিকায় সকলকে নাম তোলার আহ্বান জানিয়ে এনআরসির তীব্র বিরোধিতা করেন তৃণমূল নেত্রী।

তিনি বলেন, “ভোটার তালিকায় নামটা তুলে রাখুন। আর কিছু করার দরকার নেই। রেশন কার্ড আছে, ভোটার তালিকা আছে, আর যা যা আছে। আমরা সবাই দেশের নাগরিক। নতুন করে কিছু বলার নেই। আমি সেই লাইন দেব, যে লাইনে আমার অধিকার প্রতিষ্ঠিত হবে। আমি সেই লাইন দেব না, যে লাইনে আমার নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে।” শুধু তাই নয়, বিজেপি নেতাদের মুখ থেকে বর্তমান সময়ে ডিটেনশন ক্যাম্পের কথা শোনা যাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন সেই প্রসঙ্গেও নৈহাটির মঞ্চ থেকে মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “ওরা বলছে বাংলায় ডিটেনশন ক্যাম্প করবে। বাংলায় ক্ষমতায় কারা আছে! আমরা আছি। আমি জীবন দিতে তৈরি। কিন্তু ডিটেনশন ক্যাম্প করতে দেব না। অসমে করতে পেরেছিল। কারণ এখানে বিজেপি সরকার আছে। ওরা দিল্লিতে আছে। আমরাও এখানে আছি নির্বাচিত সরকার। এখানে আমাদের অধিকার। আপনাদের চিন্তাটা আমার মাথায় দিয়ে দিন। আমি দেখে নেব। আপনাদের ভাবার দরকার নেই। শান্তিতে থাকুন। কাজকর্ম করুন। বাকিটা আমার উপর ছেড়ে দিন। মানুষের আন্দোলনের জয় হবে।”

বিশেষজ্ঞরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধিতায় এনআরসি ইস্যুকে বেছে নিয়ে এই আন্দোলনকে সাধারণ মানুষের আন্দোলনের রূপ দিতে চাইছেন। আর তাইতো দলীয় সভা সমিতির পর এবার সরকারি অনুষ্ঠানে গিয়েও কেন্দ্রের বিরুদ্ধে এই ইস্যুতে সোচ্চার হয়ে সাধারণ মানু

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!