এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার তৃণমূল সুপ্রীমো জড়ালেন নতুন বিতর্কে, পাল্টা মমতাকে বিঁধলেন গেরুয়া হেভিওয়েট

এবার তৃণমূল সুপ্রীমো জড়ালেন নতুন বিতর্কে, পাল্টা মমতাকে বিঁধলেন গেরুয়া হেভিওয়েট


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যজুড়ে তৃণমূল এবং বিজেপির লড়াই মূলত মুখ্য হয়ে দাঁড়াচ্ছে একুশের বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে। একুশের বিধানসভা নির্বাচন যখন একেবারে রাজ্যের দোরগোড়ায়, ঠিক সেইসময় রাজ্যজুড়ে ব্যাপক চাপান-উতোর শুরু হয়েছে যুব তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই এর নোটিশ পৌঁছানোয়। এরই পরিপ্রেক্ষিতে গতকাল ভাষা দিবসের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধুর মতো লড়াই করার। আর তাই নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক। বরাবরই গেরুয়া শিবির বাংলাদেশ এবং বাংলাদেশে অনুপ্রবেশ নিয়ে তৃণমূল নেত্রীকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে।

এবার আরও একবার তৃণমূল নেত্রীর মুখে বঙ্গবন্ধুর নাম উঠে আসায় সেই বিতর্ক উস্কে উঠেছে। আর এই বিতর্ককে সামনে রেখে তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের দিকে তাক করে রীতিমতো তোপ দেগেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। প্রসঙ্গত, গেরুয়া শিবিরের ডিজিটাল কর্মকাণ্ডের প্রধান হলেন এই অমিত মালব্য। পাশাপাশি তিনি বাংলার গেরুয়া শিবিরের অন্যতম মুখ। ইতিমধ্যে অমিত মালব্যকে ঠেকাতে তৃণমূলের ভোট কৌঁশলী প্রশান্ত কিশোর আলাদা লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। গতকাল তৃণমূল নেত্রীর বঙ্গবন্ধু মন্তব্যের পরিপ্রেক্ষিতে আজ অমিত মালব্য টুইট করে প্রশ্ন রেখেছেন, কেন তৃণমূল নেত্রী নেতাজি বা অরবিন্দ, রাসবিহারী বসু কিংবা ক্ষুদিরামের মতন লড়াই করার উদাহরণ দিলেন না?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নেত্রীর মুখে কেন উঠে এলো মুজিবর রহমান বা বঙ্গবন্ধুর কথা? সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু গোষ্ঠীকে ভোট বার্তা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন বলে দাবী বিজেপির আইটি সেলের প্রধানের। প্রসঙ্গত, এবারের নির্বাচনে সংখ্যালঘু ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে। সে ক্ষেত্রে বরাবরের মতন সংখ্যালঘু ভোট এবার তৃণমূল নেত্রীর ঝুলিতে আসবে কিনা তা নিয়েও উঠেছে প্রশ্ন। কারণ, রাজনৈতিক ময়দানে কিন্তু ইতিমধ্যেই নেমে পড়েছে মহাজোট।

যেখানে বাম কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে ময়দানে নেমেছেন আব্বাস সিদ্দিকী। তাই রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, হয়তো কিছুটা উদ্বেগের মুখে দাঁড়িয়ে মুসলিম ভোটব্যাংককে নিশ্চিত করতে তৃণমূল নেত্রীর মুখে উঠে এসেছে বঙ্গবন্ধুর উদাহরণ। তবে সেই জায়গা থেকে বিজেপি নেতা অমিত মালব্য যেভাবে তৃণমূল নেত্রীকে কটাক্ষ করেছেন তা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এবং আগামী দিনে এই নিয়ে রাজনৈতিক বিতর্কের জল যে বহুদূর গড়াবে তা এখন থেকেই অনুমেয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!