এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দুর্যোগ নিয়ে আগাম প্রস্তুতির নির্দেশ, প্রশাসনিক বৈঠকে কি বললেন মমতা !

দুর্যোগ নিয়ে আগাম প্রস্তুতির নির্দেশ, প্রশাসনিক বৈঠকে কি বললেন মমতা !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পূর্বাভাস দেওয়া হয়েছে, খুব দ্রুত রাজ্যে আছড়ে পড়তে পারে মোকা নামক দুর্যোগ। আর এর প্রভাবে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আর এই পরিস্থিতিতে এবার মালদহে প্রশাসনিক বৈঠক থেকে সেই ব্যাপারে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে উপকূলবর্তী অঞ্চলের মানুষদেরকে আগে থেকেই যাতে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া যায়, সেই নির্দেশ দিয়েছেন তিনি।

সূত্রের খবর, এদিন মালদহে একটি প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই আগামী দুর্যোগ নিয়ে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন তিনি। এদিন এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “আমি শুনছি আবার একটা দুর্যোগ আসবে। যার প্রভাবে নাকি পাথর পড়ে বেশ কিছু পিলার ভেঙে যেতে পারে। তাই এখন থেকেই এর প্রস্তুতি নিতে হবে। উপকূলবর্তী অঞ্চলের মানুষদের যাতে আগে থেকেই অন্য কোথাও সরিয়ে নিয়ে যাওয়া যায়, সেই দিকে নজর রাখতে হবে।”

অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে আগে থেকেই প্রস্তুতি নিয়ে যাতে দুর্যোগের সাথে মোকাবিলা করা যায়, তার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!