এবার ক্লাবগুলিকে গুরু দ্বায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী রাজ্য January 24, 2018 একটা এলাকাকে সুষ্ঠুভাবে চালানোর দায়িত্ব নিতে হবে এলাকার ক্লাবগুলিকেই আজ এই বার্তাই দিলেন খেলাশ্রী অনুষ্ঠানে। রাজ্য সরকারের তরফ থেকে এদিন ৪,৩০০ ক্লাবের হাতে ২ লক্ষ টাকা করে অনুদান তুলে দেওয়া হয়।মুখ্যমন্ত্রী বলেন, “একটি যুব ক্লাবের দায়িত্ব শুধু মাঠে-ময়দানে নয়। চরিত্রগঠনের মতো গুরুদায়িত্বও যুব ক্লাবগুলির কাঁধে। তাদেরই দায়িত্ব জাতি ও সমাজকে নেতৃত্ব দেওয়া।একটা ক্লাব এলাকার চোর-ডাকাতকে আটকে দেয়।” তাই এলাকার উন্নয়নের জন্য নিজেদের মধ্যে প্রতিযোগিতা করার কথা বলেছেন। কিন্তু কখনোই যেন ঘৃণা-বিদ্বেষ না করে নিজে:দের মধ্যে তাও বলে দেন। আপনার মতামত জানান -