বাংলার ৮ বিধানসভা উপনির্বাচনের শেষ ফলাফল একনজরে কলকাতা বিশেষ খবর রাজ্য May 23, 2019 লোকসভা নির্বাচনের ভোটগণনার সাথে সাথেই হয়েছে বাংলার ৮ টি বিধানসভা উপনির্বাচনের ভোটগণনাও। একনজরে দেখে নিন তার শেষ ফলাফল – আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - ১. দার্জিলিং নীরাজ তামাং – বিজেপি – ৮৮,১৬১ বিনয় তামাং – নির্দল – ৪১,৬২৩ বিজেপি ৪৬,৫৩৮ ভোটে জয়ী ২. ইসলামপুর করিম চৌধুরী – তৃণমূল – ৭৭,৫২৮ সৌম্যরূপ মন্ডল – বিজেপি – ৫৬,১৪১ তৃণমূল ২১,৩৮৭ ভোটে জয়ী ৩. হাবিবপুর জুয়েল মুর্মু – বিজেপি – ৯২,৩০০ অমল কিস্কু – তৃণমূল – ৬১,৬৮৭ বিজেপি ৩০,৬২৩ ভোটে জয়ী ৪. কান্দি শফিউল খান – কংগ্রেস – ৭৯,৬৯৮ গৌতম রায় – তৃণমূল – ৫৮,৫৭৮ কংগ্রেস ২১,১২০ ভোটে জয়ী ৫. নওদা মমতাজ বেগম – তৃণমূল – ৮২,৯২১ সুনীল মন্ডল – কংগ্রেস – ৪৯,০৯৯ তৃণমূল ৩৩,৮২২ ভোটে জয়ী ৬. কৃষ্ণগঞ্জ আশিস বিশ্বাস – বিজেপি – ১,১৭,৭১৬ প্রমথ বোস – তৃণমূল – ৮৬,৮৫০ বিজেপি ৩০,৮৬৬ ভোটে জয়ী ৭. ভাটপাড়া পবন সিং – বিজেপি – ৫৮,১১৯ মদন মিত্র – তৃণমূল – ৩৫,০১৫ বিজেপি ২৩,১০৪ ভোটে জয়ী ৮. উলুবেড়িয়া পূর্ব ইদ্রিস আলি – তৃণমূল – ৮১,৪১৭ প্রত্যুষ মন্ডল – বিজেপি – ৬৫,৬২৬ তৃণমূল ১৫,৭৯১ ভোটে জয়ী মোট আসন – ৮ বিজেপি – ৪ তৃণমূল – ৩ কংগ্রেস – ১ বামফ্রন্ট – ০ আপনার মতামত জানান -