এখন পড়ছেন
হোম > অন্যান্য > একবছরে চারবার! ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়ার পর আবার এক মহাকাশ মিশন ব্যর্থ চীনের! উড়ছে ঘুম

একবছরে চারবার! ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়ার পর আবার এক মহাকাশ মিশন ব্যর্থ চীনের! উড়ছে ঘুম


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- অনেকদিন থেকে পৃথিবীর নির্দিষ্ট কক্ষপথে নিজেদের স্যাটেলাইট প্রতিস্থাপন করতে চাইছিল চীনা সরকার কিন্তু সম্প্রতি সেই চেষ্টায় তারা ব্যর্থ হয়েছে বলেই জানা গেছে। আর সেই সঙ্গে এই নিয়ে তাদের চতুর্থ চেষ্টা ব্যর্থ হয়েছে বলেই খবর পাওয়া গেছে। তবে এটা যে চীনের প্রথম তা নয়। শুরু হয়েছে সেই আগের বছর থেকেই। প্রথমে করোনার হাত ধরে চীনের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে উঠেছিল গোটা পৃথিবীতে। এরপর ভারতের সঙ্গে সংঘর্ষে সমালোচিত হতে হয়েছে আন্তর্জাতিক মহলে। এবার সেইসঙ্গে স্যাটেলাইট নিয়ে এই পড়াজয়, চীনের দুঃখকে অনেকটাই বাড়িয়ে দিয়েছে বলে মনে করা হচ্ছে।

গত ২৪ আগস্ট এই স্যাটেলাইট উৎক্ষেপণের কথা ঘোষণা করা হলেও করোনা মহামারীর জেরে ইউহানে লকডাউন ঘোষণা করা হয়। তাই সেসময় উৎক্ষেপণ পিছিয়ে যায়। এরপর রবিবার রাতে উপগ্রহ ক্যারিয়ার রকেট উৎক্ষেপণ করা হয়। কিন্তু নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারেনি বলেই জানা গেছে রিমোট সেন্সিং স্যাটেলাইটটি গবেষণা কর্তৃপক্ষের তরফ থেকে। রবিবার একটি অপটিক্যাল রিমোট সেন্সিং স্যাটেলাইট পৃথিবী নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করতে অক্ষম হলেন চিনের বিজ্ঞানীরা। এরপর প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই মিশন ব্যর্থ হয়েছে বলে বিবৃতি দিয়ে জানানো হয়েছে। তবে সূত্রের খবর অনুযায়ী, এ নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। কারণ চলতি বছরে স্যাটেলাইট পৃথিবীর নির্দিষ্ট কক্ষপথে স্থাপনের ক্ষেত্রে এটা চতুর্থ ব্যর্থতা হিসেবে ধরা পড়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রবিবার চিনের স্থানীয় সময় ১টা ২ মিনিটে চীনের জিউকুয়ান কেন্দ্র থেকে অপটিক্যাল রিমোট সেন্সিং স্যাটেলাইট ‘জিলিন-১ গাওফেন ০৩সি’ উৎক্ষেপণ করা হয়। প্রথমে কুয়াইঝাও-১এ লঞ্চ প্যাড থেকে উৎক্ষেপণ ঠিকঠাক হলেও প্রযুক্তিগত ত্রুটির জন্য নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করা যায়নি হলেই পরে জানানো হয়। চিনের সরকারি এক মুখপত্র জানিয়েছেন যে, প্রথমে উৎক্ষেপণের সময় কিন্তু কোনও সমস্যা হয়নি। তবে উৎক্ষেপণের পরেও কোনো স্যাটেলাইটকে নির্দিষ্ট কক্ষপথে স্থাপনের আগে আরও দুটি ধাপ পেরতে হয়। এক্ষেত্রে সেই দু’টি ধাপ সঠিকভাবে পেরোনো যায়নি বলেই অনুমান করা হচ্ছে। তবে এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ থেকে শুধু বলা হয়েছে ‘অস্বাভাবিক পারফরম্যান্স’-এর জন্য মিশন ব্যর্থ হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, রিমোট সেন্সিং হল জিওইনফরমেটিক্স-এর একটা বড় অংশ । এটা আবার ভূ-বিজ্ঞানের একটি উপশাখা হিসেবেও পরিচিত। রিমোট সেন্সিং প্রযুক্তি বর্তমান মহাকাশ প্রযুক্তির যুগান্তকারী একটি পদক্ষেপ। এটি এমন একটি পদ্ধতি, যার মাধ্যমে রিমোট সেন্সিং ডিভাইসের মাধ্যমে কোন বস্তুকে সরাসরি স্পর্শ না করে তথ্য সংগ্রহ করা হয়। সাধারণত একটি তড়িৎ চুম্বকীয় বিকিরণের দ্বারা মহাকাশ ও পৃথিবীকে বোঝাতে চাইলেও রেডার ও লিডারের সাহায্যে পৃথিবী পৃষ্ঠ থেকে সিগন্যাল পাঠিয়ে রিমোট সেন্সিং-এর মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়ে থাকে। এরপর সংগৃহীত তথ্যকে কম্পিউটারের মধ্যমে প্রসেস করা হয়। বর্তমানে আকাশে অবস্থিত কৃত্রিম উপগ্রহ বা বিমান থেকে পরিবেশের কোন উপাদানের তথ্য সংগ্রহ করতে এভাবেই এই পদ্ধতি কাজে লাগানো হয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!