এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নির্বাচনের মুখেই কি চরম বিপাকে পার্থ-শওকতরা? শুভেন্দুর কথায় বাড়ছে জল্পনা!

নির্বাচনের মুখেই কি চরম বিপাকে পার্থ-শওকতরা? শুভেন্দুর কথায় বাড়ছে জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-এবার সাংবাদিকদের একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের মন্ত্রী তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে চিহ্নিত গুন্ডা বলে আক্রমণ করে বসলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্ষেত্রে তিনি যে তথ্য দিলেন, তা চমকে যাওয়ার মত। তবে শুধু পার্থ ভৌমিক নয়, তার পাশাপাশি আরও একাধিক তৃণমূলের নেতা, মন্ত্রীর নামও এদিন উল্লেখ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। যাকে কেন্দ্র করে নতুন করে আশঙ্কা তৈরি হচ্ছে শাসকদলের মধ্যে।

প্রসঙ্গত, এদিন পার্থ ভৌমিককে নিয়ে রাজ্যের বিরোধী দলনেতাকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি এক ভয়ঙ্কর তথ্য সামনে আনেন। শুভেন্দু অধিকারী বলেন, “পার্থ ভৌমিক তো চিহ্নিত গুন্ডা। এর নামে মানবাধিকার কমিশনের পক্ষ থেকে ২০২১ এর ভোট পরবর্তী হিংসায় ছিল। শুধু এর নয়, উদয়ন গুহ, শওকত মোল্লা, জাহাঙ্গীর, এদের নামও রয়েছে। তিনজন জেলে গেছে, কেষ্ট মন্ডল, শাহজাহান আর জ্যোতিপ্রিয় মল্লিক। বাকিদেরও অবিলম্বে শাস্তি দিতে হবে। এই দাবি আমাদের ছিল, আছে, থাকবে।”

একাংশ বলছেন, বিপদ কিন্তু এখনও কাটেনি তৃণমূল নেতাদের। যেভাবে নাম করে শুভেন্দু অধিকারী বিস্ফোরক তথ্য দিলেন, তাতে বোঝাই যাচ্ছে যে, 2021 এর ভোট পরবর্তী হিংসা নিয়ে বিজেপির এখনও একটা বড় অভিযোগ রয়েছে। আর সেখানে যে সমস্ত নেতা, মন্ত্রীদের নাম রয়েছে, তাতে তারা যে কোনোদিন বড় বিপদের সম্মুখীন হতে পারেন। বিরোধী দলনেতার বক্তব্যের পর তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!