এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > দুর্গাপুজোর কোলকাতা মমতা-ময় হলে কালীপুজোর পুরুলিয়া হতে চলেছে অভিষেক-ময়

দুর্গাপুজোর কোলকাতা মমতা-ময় হলে কালীপুজোর পুরুলিয়া হতে চলেছে অভিষেক-ময়


এবার পুজো প্যান্ডেলে উদ্বোধন কর্মসূচিতেও পিসির পদাঙ্ক অনুসরণ করতেদেখা গেল ভাইপোকে। একথা কারোর অজানা নেই,দুর্গাপুজোতে শহর কোলকাতার একাধিক জনপ্রিয় পুজো প্যান্ডেল উদ্বোধণ করে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর পদচিহ্ন মেনেই প্রথমবার পুরুলিয়া জেলায় কালীপুজে উদ্বোধন করতে আসছেন মুখ্যমন্ত্রীর ভাইপো তথা তৃণমূলের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ইতিমধ্যেই জেলার রঘুনাথপুর,বলরামপুর এবং পুরুলিয়া শহরে একটি করে কালীপুজোর উদ্বোধন করার কথা সংসদ সদস্য তথা তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির। পুরুলিয়া এবং রঘুনাথপুরে পুজো উদ্বোধন করার ব্যাপারে আশ্বাস দিলেও বলরামপুরে কোন পুজে উদ্বোধন করবেন তিনি,সে ব্যাপারে এখনো সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানা গিয়েছে স্থানীয় ও পুলিশ সূত্রের খবরে।

এদিকে পুরুলিয়ায় যুবনেতা প্রথমবার পুজো উদ্বোধন করতে আসার খবর প্রকাশ্যে আসতেই প্রস্তুতি নিয়ে কর্মতৎপরতা তুঙ্গে রয়েছে জেলা তৃণমূল শিবিরে। যুবনেতার নিরাপত্তার বিষয়ে সচেতন হতে গতকালই পুরুলিয়া শহরের নডিহা বারোয়ারি কালীপুজোর মন্দির এলাকা ঘুরে দেখে গেলেন জেলা পুলিশ কর্তারা।

পাশাপাশি পুজো কমিটির উদ্যোক্তাদের সঙ্গেও কথা বলেন পুলিশ আধিকারিকরা। উপস্থিত ছিলেন পুরুলিয়া সদর সিআই, সদর থানা ও মফস্সল থানার ওসি। তৃণমূল সূত্রের খবর থেকে জানা গিয়েছে, ৪ নভেম্বর দুপুর ২ টো নাগাদ রঘুনাথপুরে ঝাড়ুখামার সর্বজনীন কালীপুজো কমিটির মণ্ডপ উদ্বোধন করার কথা। তারপর বলরামপুর এবং শেষ পুরুলিয়া শহরে পুজো উদ্বোধন করার প্ল্যান রয়েছে যুবনেতার।

কোলকাতার জনপ্রিয় পুজো গুলো ছেড়ে জেলায় কালীপুজো উদ্বোধণ করতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা জেলা বাসীর কাছে গর্বে। এই খবর জেলায় ছড়িয়ে পড়তেই এলাকাবাসীর মধ্যেই উন্মাদনা এখন থেকেই বাড়তে শুরু করেছে। এমনটাই জানালেন রঘুনাথপুরের বিধায়ক। উল্লেখ্য,যে যে মন্ডপগুলো যুবনেতা উদ্বোধন করতে আসবেন সে মন্ডপগুলোর সজ্জায় বাড়তি উদ্যোগ নেওয়া হচ্ছে। মন্ডপ সজ্জায় জেলার সেরা পুজো হিসাবে উঠে আসবে পুরুলিয়ার নডিহা পুজো মন্ডপটি,এমনটাই দাবী উদ্যোক্তাদের।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

তবে বলরামপুরে কোন মন্ডপ উদ্বোধন করবেন অভিষেক বাবু সেটা এখনো আলোচনার স্তরে রয়েছে বলে মন্ডপ সজ্জা নিয়ে এখনই মাথা ব্যাথা করছে না উদ্যোক্তারা। পুরুলিয়ায় তিনটি পুজো কমিটির মণ্ডপ উদ্বোধনের পর ওইদিনই বাঁকুড়ার পথে পাড়ি দেওয়ার কথা যুবনেতার। ওই জেলাতেও একাধিক পুজোর উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এমনটাই জানা গিয়েছে দলীয় সূত্রের খবরে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!