এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > গরু পাচারে নয়া মোড়! এবার জেলে যাচ্ছেন এই মমতা ঘনিষ্ঠ? শুভেন্দুর বক্তব্যে দিশেহারা তৃণমূল!

গরু পাচারে নয়া মোড়! এবার জেলে যাচ্ছেন এই মমতা ঘনিষ্ঠ? শুভেন্দুর বক্তব্যে দিশেহারা তৃণমূল!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- তৃণমূলের ওপরতলা থেকে একদম নীচুতলা, সকলেই বুঝতে পেরে গিয়েছে, দুর্নীতি করে তারা কি ভুল করেছে! শিক্ষায় দুর্নীতির পর রেশন বন্টন দুর্নীতির মামলায় রাজ্যের মন্ত্রী গ্রেপ্তার হওয়ার কারণে ভয়ে রয়েছেন তৃণমূলের সকল স্তরের নেতৃত্বরাই। সকলেই যে দুর্নীতি করেছেন, তা ধামাচাপা দিতে এখন সততার কথা বলতে শুরু করেছেন। অর্থাৎ তারা সৎ, তাদের কোনো দোষ নেই, এটা বোঝানোর আপ্রাণ চেষ্টা শুরু করে দিয়েছেন তৃণমূলের অনেক হেভিওয়েট। কিন্তু এত বড় বড় ডায়লগ দিয়েও শেষ রক্ষা হবে না। এবার তৃণমূলের আরও এক হেভিওয়েটের বড়সড় বিপদ আসতে চলেছে। এখন তিনি প্রকাশ্য কর্মীসভায় মানুষকে সম্মান করার কথা বলছেন, চেয়ার চিরদিন থাকে না বলেও বড় বড় ডায়লগ দিচ্ছেন। কিন্তু তার ক্ষেত্রেও যে বিপদ আসছে, এবার সেই ব্যাপারে তৃণমূলকে বেই দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু কাকে নিয়ে তিনি এই ধরনের কথা বললেন? কে সেই হেভিওয়েট?

প্রসঙ্গত, এদিন উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী প্রকাশ্য কর্মী সভায় অনেক বড় বড় কথা বলেছেন। দলীয় কর্মীদের সম্মান করার কথা বলেছেন, মানুষের পাশে থাকার কথা বলেছেন। আর সেই বিষয়টি নিয়েই শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হয়েছিল। যে প্রশ্নের উত্তরে সেই নারায়ণ গোস্বামীকে গরু পাচারকারী বলে আখ্যা দেন রাজ্যের বিরোধী দলনেতা। শুধু তাই নয়, তার পালা আসছে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আর বিরোধী দলনেতার এই বক্তব্যের পরেই প্রশ্ন উঠছে, তাহলে কি অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর এই গরু পাচার কাণ্ডে এই তৃণমূল নেতার জন্য বড়সড় বিপদ আসতে চলেছে?

অনেকে আবার এটাও বলছেন, গরু, বালি, কয়লা এতেই তো তৃণমূল দলটার অর্ধেকের বেশি নেতা-নেত্রী ফেঁসে যাবেন। এতদিন তদন্ত হচ্ছে না কেন, কেন রাঘব বোয়ালরা ধরা পড়ছে না, এই নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু এখন যে গতিতে তদন্ত চলছে, তাতে যে কোনো দিন যে কোনো মুহূর্তে বড় কোনো বিস্ফোরণ হয়ে যেতে পারে রাজ্য রাজনীতিতে। তাই নারায়ণ গোস্বামী এখন হয়ত বিপদ বুঝেই ভালো ভালো কথা বলছেন। তবে যে তথ্য শুভেন্দু অধিকারী ফাঁস করলেন, তাতে তিনি তো বটেই, তার দলও দিশেহারা হয়ে পড়েছেন বলেই মনে করছেন একাংশ।

বিজেপির দাবি, জ্যোতিপ্রিয় মল্লিকের এক সময় অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এই নারায়ণ গোস্বামী। তাই ভবিষ্যতে তিনি একাধিক কীর্তির কারণে ফেসে যেতেই পারেন। তবে শুভেন্দু অধিকারীর কাছে হয়তো নির্দিষ্ট পরিমাণে গরু পাচার নিয়ে তেমন কোনো তথ্য এই তৃণমূল নেতার বিরুদ্ধে রয়েছে। সেই কারণেই তিনি বিস্ফোরক অভিযোগ করেছেন। অতই যদি সততার প্রতীক হন, তাহলে বড় বড় ডায়লগ না দিয়ে কাজের কাজটা করুন। আসলে তৃনমূল নেতারা খুব ভালো করে জানে, তারা কি পরিমান দুর্নীতি করেছে! তাই সেই ভয়ের কারণেই এখন মানুষের পাশে থাকার কথা বলে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছেন একের পর এক নেতা নেত্রী। কিন্তু এসব করে আর যাই হোক, তদন্তকে আটকানো যাবে না। কোনো ঘটনায় যদি দুর্নীতি হয়ে থাকে এবং সেইখানে যদি তৃণমূল নেতারা জড়িত থাকেন, তাহলে শাস্তি তাদের পেতেই হবে। দোষীরা কেউ ছাড়া পাবে না বলেই দাবি গেরুয়া শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, গোটা উত্তর 24 পরগনা জেলা তৃণমূল নেতৃত্ব এখন ভয়ে ঠকঠক করে কাঁপছে। জ্যোতিপ্রিয় মল্লিক দুর্নীতির কারণে গ্রেফতার হয়েছেন। তাই তিনি যদি সেই দুর্নীতির টাকা কাদের কাদের কাছে পৌঁছে গিয়েছে, তা নিয়ে মুখ খোলেন, তাহলে শুধু উত্তর 24 পরগনা নয়, গোটা তৃণমূল দলটাই তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তাই সকলেই এখন নিজেদের সততার প্রমাণ দিতে ব্যস্ত। 12 বছরের বেশি সময় ধরে তারা সরকারে রয়েছে। এতদিনে তাদের মনে পড়ল না, মানুষের পাশে থাকার কথা! এখন তারা নেতৃত্বদের জ্ঞান দিতে শুরু করেছেন যে, মানুষের পাশে থাকতে হবে! আসলে বিপদ বুঝেই এখন মানবদরদী হওয়ার চেষ্টা করছেন নারায়ণ বাবুর মতন নেতারা। কিন্তু শুভেন্দু অধিকারী যে কথা বললেন, তাতে অদূর ভবিষ্যতে গরু পাচার নিয়ে তদন্তে যদি নারায়নবাবুর নাম উঠে আসে, তাহলে তার অবস্থা শোচনীয় হয়ে যেতে পারে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!