এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ফের বিপদ বাড়লো মমতার! আয়করের নোটিশ পেয়ে দিশেহারা মন্ত্রী? “লে ঠ্যালা” বলে কটাক্ষ শুভেন্দুর !

ফের বিপদ বাড়লো মমতার! আয়করের নোটিশ পেয়ে দিশেহারা মন্ত্রী? “লে ঠ্যালা” বলে কটাক্ষ শুভেন্দুর !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- শুভেন্দু অধিকারী এবং তার পরিবারকে চাপে রাখতে গোটা তৃণমূল দল মিলে উঠে পড়ে লেগেছে। তবে এক্ষেত্রে মেদিনীপুরে সেই অধিকারী পরিবারের প্রবল বিরোধী হিসেবে পরিচিত অখিল গিরির উপর ভরসা করতে শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার আয়কর দপ্তরের নোটিশ পেলেন মমতার ভরসার মন্ত্রী সেই অখিল গিরি। ফলে শুভেন্দু অধিকারীকে কাবু করা তো অনেক দূরের কথা, আগে নিজে তদন্তের মুখোমুখি হয়ে অভিযোগ থেকে মুক্ত হয়ে আসুন, তারপর বড় বড় কথা বলবেন রাজ্যের এই মন্ত্রী। বিরোধীরা অবশ্য তেমনটাই বলছেন। এদিকে এদিনই বিজয় সম্মেলনীর একটি অনুষ্ঠানে গিয়ে শুভেন্দু অধিকারীও রাজ্যের এই হাফ মন্ত্রীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। শুধু মন্ত্রী নন, তার গুণধর পুত্রও নাকি নোটিশ পেয়েছে বলে দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা।

প্রসঙ্গত, এদিন বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাম না করে অখিল গিরিকে নিয়ে একটি প্রতিক্রিয়া দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “আমি এখনই সংবাদ মাধ্যমের মারফত শুনলাম, এই জেলার একজন হাফ মন্ত্রী, যিনি কারামন্ত্রী, তিনি নাকি আয়কর দপ্তরের নোটিশ পেয়েছেন। আগামী 13 তারিখ তাকে ডাকা হয়েছে। শুধু তিনি নন, তার পুত্রকেও নোটিশ পাঠানো হয়েছে। লে ঠেলা।” অনেকে বলছেন, পাপ করলে বাপও ছাড়ে না। শুভেন্দু অধিকারীকে কাবু করতে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে ময়দানে নেমেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। কিন্তু যে ব্যক্তির ওপর, যে পরিবারের ওপর সবথেকে বেশি তারা শুভেন্দুবাবুকে কব্জা করতে ভরসা করেছিলেন, সেই অখিল গিরি বাবুও এবার নোটিশ পেয়ে গেলেন। ফলে বোঝাই যাচ্ছে, কারা সততার প্রতীক এবং কতটা সততার প্রতীক! অন্যের দোষ, ত্রুটি খুজতে গিয়ে নিজেরাই যেভাবে দুর্নীতির জালে জড়িয়ে পড়ছেন এবং আয়কর দপ্তরের নোটিশ পাচ্ছেন, তাতে এবার নিজেদের বাঁচার রাস্তা খুঁজতেই মরিয়া তৃণমূলের নেতা-মন্ত্রীরা। এতদিন কত বড় বড় কথা, কত বড় বড় ডায়লগ এই অখিলবাবু এবং তার পুত্রের গলায় শোনা গিয়েছে। কিন্তু এবার এই আয়কর নোটিশ পাওয়ার পর কি তারা কোনো বক্তব্য রাখবেন? প্রশ্ন তুলছে সমালোচক মহল।

বিজেপির দাবি, শুভেন্দু অধিকারীর সঙ্গে রাজনৈতিক ভাবে কোনোমতেই পেরে উঠতে পারছে না তৃণমূল কংগ্রেস। তাই তাকে ব্যক্তিগত ভাবে বদনাম করার রাস্তায় তারা হেঁটেছে। তবে ওপরে ঈশ্বর বলে কিছু একটা রয়েছে। তাই এবার সেই তৃণমূল নেতাদের একের পর এক চুরি দুর্নীতির তথ্য বেরিয়ে পড়ছে। জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হওয়ার পর এবার শুভেন্দু অধিকারীর নিজের জেলার মন্ত্রী যিনি অনেক বড় বড় কথা বলেন, তিনি এবং তার পুত্র আয়কর দপ্তরের নোটিশ পেলেন। যদি ক্ষমতা থাকে, তাহলে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ না করে তদন্তের মুখোমুখি হন। আর যদি কাপুরুষ হন, তাহলে এই মহান মন্ত্রী আয়কর দপ্তরে না গিয়ে পেছনের দরজা দিয়ে পালানোর মত কোনো কাজ করবেন বলেই দাবি বিরোধীদের।

পর্যবেক্ষকদের মতে, দেশের অর্থ নষ্ট করার অধিকার কেউ কাউকে দেয়নি। কিন্তু তারপরেও মানুষের খাদ্য চুরি, চাকরি চুরি করে তৃণমূল নেতারা ভেবে নিয়েছিলেন, তাদেরকে কেউ শাস্তি দিতে পারবে না। কিন্তু যেভাবে একের পর এক নেতা-মন্ত্রী জেলে যাচ্ছেন, তাতে এখন অনেকেই ভয় পেয়ে গিয়েছেন। তবে অতীতে করা দুর্নীতির ফল তো তৃণমূলকে পেতেই হবে। তাই এতদিন ধরে যারা দুর্নীতির অর্থ নিয়ে নয় ছয় করেছেন, তাদের পালা এবার শুরু হয়ে গিয়েছে। অখিল গিরি এবং তার পুত্রও আয়কর দপ্তরের নোটিশ পেয়ে বড়সড় ফ্যাসাদে পড়ে গেলেন। তবে এক্ষেত্রে তারা যাকে সবথেকে বেশি কাবু করার জন্য উঠেপড়ে লেগেছিলেন, সেই শুভেন্দু অধিকারী যার পরনাই খুশি। তবে এই নোটিশ পেয়ে অখিল বাবু এবং তার পুত্র কি করেন, সেদিকে অবশ্যই নজর থাকবে গোটা রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!