এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > 100 দিনের কাজের কাটমানি না দেওয়ায় বৃদ্ধকে ফেলে বেদম প্রহারের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে!

100 দিনের কাজের কাটমানি না দেওয়ায় বৃদ্ধকে ফেলে বেদম প্রহারের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এমনিতেই সরকারি প্রকল্পের টাকা নয়ছয় থেকে শুরু করে ভয়াবহ দুর্যোগে ক্ষতিপূরণ, বিভিন্ন বিষয়ে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামলাতে এবং নিজেদের ভাবমূর্তি স্বচ্ছ করতে তৃণমূলের পক্ষ থেকে অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বার্তা দেওয়া হচ্ছে। কিন্তু তারপরেও সমস্যা যে মেটেনি, তা কার্যত প্রমাণ হয়ে গেল। এবার 100 দিনের কাজের কমিশন না পাওয়ায় এক বৃদ্ধকে মারধরের অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে।

স্বাভাবিকভাবেই গোটা ঘটনায় এখন তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কেন বারবার দলের পক্ষ থেকে সতর্ক করা সত্ত্বেও, শুধুমাত্র কমিশন না দেওয়ার কারণে এক বৃদ্ধকে প্রহার করলেন তৃণমূল নেতা, তা নিয়ে নানা মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন। জানা গেছে, খানাকুল 1 ব্লক তৃণমূল যুব নেতা শেখ হাকিমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি উদনা এলাকার মোশারফ খানের একাউন্টে টাকা ঢোকার জন্য সেই টাকা পেতে তাকে চাপ দিয়েছিলেন। পরবর্তীতে সেই বৃদ্ধের বাড়ি এসে তাকে মারধর করেন ওই তৃণমূল নেতা বলে অভিযোগ উঠেছে।

ইতিমধ্যেই আক্রান্ত অবস্থায় আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে বৃদ্ধ মোশারফ হোসেনকে। এদিন তিনি বলেন, “আমি 100 দিনের কোনো কাজ করিনি। কিন্তু কয়েকদিন আগে অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে। বছরখানেক আগে আবাস যোজনায় টাকা পেয়েছিলাম, সেই অ্যাকাউন্টে আবার টাকা এসেছে। আমার অনুমান, আমার অ্যাকাউন্টে টাকা ঢোকার পেছনে রয়েছে সাকিমের হাত। ওই টাকা তুলে দেওয়ার জন্য চাপ দিতে থাকে। কিন্তু আমি দিতে চাইনি। আমি বলে দিয়েছিলাম, ওই টাকা থানায় অথবা বিডিও অফিসে ফেরত দেব।

তারপর থেকে হুমকি দিত। আর ওই দিন বিকেলে তৃণমূল নেতা দলবল নিয়ে আমার বাড়িতে চড়াও হয়েছে।” একইভাবে তৃণমূল নেতার বিরুদ্ধে সরব হয়েছেন আক্রান্ত বৃদ্ধ মোশারফ হোসেনের মেয়ে। এদিন তিনি বলেন, “ওরা মেরে বাবার মাথা ফাটিয়ে দিয়েছে। কয়েকটি দাঁত ভেঙে দিয়েছে। কিন্তু হাসপাতালে নিয়ে যেতে পারছিলাম না। ওরা আমাদের বাড়ির পাশে টহল দিচ্ছিল। বাড়ি থেকে বেরোলেই মেরে ফেলবে বলে হুমকি দিয়েছিল। আমাদের মোবাইল কেড়ে নিয়েছিল। তারপর কোনরকমে বাবাকে হাসপাতাল এনেছি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু বারবার যেখানে দলের পক্ষ থেকে দুর্নীতি বন্ধ করার কথা বলা হচ্ছে, সেখানে কেন তৃণমূল নেতার বিরুদ্ধে এই রকম অভিযোগ উঠল? সত্যিই কি তিনি এই ধরনের কাজ করেছেন? এদিন এই প্রসঙ্গে তাঁর বিরুদ্ধে ওঠা সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল যুব নেতা শেখ শাকিম। তিনি বলেন, “আমার নামে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। টাকা চেয়ে হুমকি দিইনি, মারধর করিনি। দলেরই কিছু নেতা আমাকে কোণঠাসা করতে এই মিথ্যা নাটক করছেন।” তবে যদি তৃণমূল নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্যি হয়, তাহলে দল কি কোনো ব্যবস্থা নেবে না?

এদিন এই প্রসঙ্গে খানাকুল 1 ব্লক তৃণমূল সভাপতি অভিজিৎ বাগ বলেন, “বিষয়টি জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখছি। আমাদের দলের কেউ এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত আছে বলে মনে হয় না। অভিযোগ সত্যি হলে অবশ্যই দলের উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে।” রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, তৃণমূলের দুর্নীতি বিরোধীদের কাছে এখন প্রধান অস্ত্র।

তাই দুর্নীতির সঙ্গে যুক্ত নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নিজেদের স্বচ্ছ ভাবমূর্তি গড়তে উদ্যোগী শাসক দল। কিন্তু সেই কাজের মাঝেই যেভাবে এই তৃণমূল নেতার বিরুদ্ধে টাকা আত্মসাত ও বৃদ্ধকে মারধরের অভিযোগ উঠল, তাতে রীতিমত অস্বস্তিতে পড়ল শাসকদল। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!