এখন পড়ছেন
হোম > রাজ্য > গান্ধীজির পাশাপাশি এবার নোটে নেতাজিরও ছবি, জল্পনা উস্কে দিলেন প্রপৌত্র

গান্ধীজির পাশাপাশি এবার নোটে নেতাজিরও ছবি, জল্পনা উস্কে দিলেন প্রপৌত্র


তবে কি সত্যিই এবার গান্ধীজির পাশাপাশি এবার নোটে নেতাজিরও ছবি পেতে চলেছে দেশবাসী। জল্পনা উস্কে দিলেন নেতাজির প্রপৌত্র। ভারতীয় নোটে মহাত্মা গান্ধীর পাশাপাশি নেতাজি সুভাষ চন্দ্র বসুর ছবিকেও স্থান দেবার দাবিতে গত শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন সুভাষ চন্দ্রের প্রপৌত্র চন্দ্রকুমার বসু।একই সঙ্গে তিনি নেতাজির জন্ম দিনকে দেশপ্রেম দিবস হিসাবে পালন করবার আবেদনও জানান।তিনি বললেন মুখ্যমন্ত্রীর তরফ থেকে এই বিষয়ে ইতিবাচক আভাস পাওয়া গেছে।শনিবার চন্দ্রকুমারবাবু বললেন,দেশের অন্যান্য দেশপ্রেমিক ডঃ রাধা কৃষ্ণণ,জওহরলাল নেহেরু ,বল্লভ ভাই প্যাটেল প্রমুখ নেতৃত্বদের জন্ম দিবস সমগ্র দেশে পালন করা হলে কেন নেতাজির বেলায় তা করা হবে না ?সকল ভারতবাসীকে নেতাজির বিষয়ে সচেতন এবং উৎসাহিত করবার জন্যই তিনি বিষয়টি প্রধানমন্ত্রী সামনে রাখেন।তিনি আরও বললেন,এই বছের ২৩ জানুয়ারী নেতাজির ১২২ তম জন্মদিন।তার উপর ভারতের প্রথম স্বাধীন সরকারের ৭৫ বছর পূর্ণ হবে এই বছরে।তাই এই বছরেই নেতাজির জন্ম দিবসকে দেশপ্রেম দিবসের স্থান দেবার পাশাপাশি তার ছবিকে নোটে ছাপানোর কথা কেন্দ্র পক্ষ থেকে ঘোষণা করা হলে তার চেয়ে ভালো আর কিছু হতে পারেনা বলে তিনি জানান।তার বিশ্বাস বিজেপি সরকার তার এই আবেদনের বিষয়ে যথেষ্ট আগ্রহী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!