রাহুল-লকেটের হাত ধরে বিনপুরে বামফ্রন্ট-তৃণমূলে বড় ভাঙন ধরালো বিজেপি রাজ্য January 7, 2018 গোটা রাজ্যে ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে রাজ্য বিজেপি।শাসকদল থেকে শুরু করে সিপিআইএম,কংগ্রেস প্রমুখ দলগুলির সদস্যরা আসতে আসতে বদলাচ্ছে নিজেদের দলীয় রঙ।এবার গেরুয়া বস্ত্র ধারণ করল রানিং হারদা অঞ্চলের তৃণমূলের পঞ্চায়েত সদস্য।এদিন বিজেপি নেতা লকেট চট্টোপাধ্যায় এবং রাহুল সিনহার হাত ধরে প্রায় ৫০০ তৃণমূল কর্মী সহ ৬০০-৭০০ সিপিএম কর্মীরা বিজেপিতে যোগ দেন। বিনপুরে প্রকাশ্য সমাবেশ করলেন রাহুল সিনহা,লকেট চট্টোপাধ্যায় সহ বঙ্গ বিজেপির তাব্বর নেতারা।এদিন রাহুলবাবু শাসকদলকে তীব্র আক্রমণ করে বলেন ,পশ্চিমবঙ্গে শিল্পের নাম কিছু নেই।আর তার জন্যই রাজ্যে বাড়ছে বেকারের সংখ্যা।একই সাথে মুখ্যমন্ত্রীর উদ্যেশে ব্যঙ্গ করে বলেন,রাজ্যের মুখ্যমন্ত্রী এই পরিস্থিতিতেও উৎসাহ দিচ্ছেন চপ শিল্পের উপর।পাশাপাশি এদিন তিনি ভারতী ঘোষের বিরুদ্ধে সুর ছড়িয়ে বললেন,তৃণমূলের এক সময় সব থেকে কাছে থাকা ভারতী ঘোষ পশ্চিম মেদিনীপুরের গোটা এলাকায় নিজের কর্তৃত্ব দেখিয়ে ছিলেন।গত নির্বাচনিতেও শাসকের বিরুদ্ধে নানান দুর্নীতির অভিযোগ তোলা সত্ত্বেও কোনো বিষয়কেই গুরুত্ব দেয়নি ভারতী ঘোষ।তিনি কেবল শুনতেন মুখ্যমন্ত্রীর কথা।আর সেই ভারতী ঘোষের ওজন কমে হতেই তৃণমূল তাকে সরাতে একবারও ভাবেনি। আপনার মতামত জানান -