মাঘি পূর্ণিমায় আজ কতখানি কামড় বসাবে শীত? কতখানি নামবে পারদ? কি বলছে আজকের হওয়ার খবর? অন্যান্য আবহাওয়া January 28, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মাঘের শুরুতেই একেবারে একের পর এক ছক্কা হাঁকিয়েছে শীত। তবে মাঝে তাপমাত্রা বাড়লেও দুদিন ধরে আবারও ছন্দে ফিরতে শুরু করেছে শীত। কিছুদিন থেকে কিছুটা কমেছে তাপমাত্রার পারদ। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আজ সকাল থেকেই রাজ্যে দেখা যাবে রোদ ঝলমলে আকাশ। সেইসঙ্গে থাকবে হওয়ার শিরশিরানি। কালকের থেকে আজকের তাপমাত্রা আরো কমবে বলেই জানা গেছে। কাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। আগের তুলনায় কালকের কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় ৪ ডিগ্রি কমেছে। তবে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আরো এক ডিগ্রি কমবে বলেই জানা গেছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি সেলসিয়াস। তবে সেইসঙ্গে পাল্লা দিয়ে কমবে সর্বোচ্চ তাপমাত্রাও। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - সেইসঙ্গে রাজ্যের অন্যান্য জেলা সহ উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে হাড় কাঁপানো শীত অনুভূত হয়েছে। তাপমাত্রাও কমে হয়েছে ৭ থেকে ৮ ডিগ্রি। রাতে যা আরো অনেকটাই কমে যাচ্ছে। এছাড়াও রাজ্যের জেলাগুলিতে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে বলে জানা গেছে। যদিও আকাশ পরিষ্কার থাকবে এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলেই জানা গেছে। কিছু কিছু জেলায় দৃশ্যমানতা ৫০% এর নিচে নেমে যাবে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজকের সূর্যোদয় সকাল ৬:১৭ মিনিট এবং সূর্যাস্ত সকাল ৫:২২ মিনিট। অন্যদিকে, আবহাওয়া পরিবর্তনের ক্ষেত্রে ভারত আবহাওয়া অধিদফতর জানিয়েছিল যে, কিছুদিন ধরেই উত্তর-পশ্চিম ভারতেও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম। এছাড়া কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে বৃষ্টির সঙ্গে তুষারপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। আপনার মতামত জানান -