এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ চারশো কর্মীর রাজ্য January 9, 2018 বিজেপিতে ক্ষোভ প্রকাশ করে প্রায় চারশোর বেশি বিজেপি কর্মী-সমথক তৃণমূলে যোগ দিলেন ।একটি পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এদিন নকশালবাড়ি এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।আর সেখানেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন কর্মীরা। গদি যাচ্ছে মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ মন্ত্রীর? জল্পনা চরমে অভিযোগ উঠেছে পঞ্চায়েতে জয়ী বিজেপি নেতা অমল ঘোষ এলাকায় তেমন কোনো উন্নয়ন করেন নি।শুধু তাই নয় অভাব অভিযোগের কথাও নাকি তিনি শোনেন না।একথা জেলা নেতৃত্বকে বলা হয়েছে কিন্তু তারা কোনো ব্যাবস্থা নেন নি তাই বিজেপি ছেড়ে কর্মী-সমর্থকরা তৃণমূলে যোগ দিয়েছেন। তৃণমূল নেতা নির্মল দে জানান যে এটা বিজেপির সংস্কৃতি। তারা মিথ্যা কথা বলে সাধারণ মানুষকে বোকা বানিয়ে ভোট জেতেন। যদিও এই খবরের সত্যতা বা সূত্র সম্পর্কে ওই ওয়েব পোর্টালে কিছু লেখা নেই, প্রিয়বন্ধু বাংলার তরফেও এই খবরের সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই পোর্টালে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়। আপনার মতামত জানান -