এখন পড়ছেন
হোম > রাজ্য > সারদা কাণ্ডে এবার নাম জড়ালো প্রাক্তন আইপিএস ভারতী ঘোষের

সারদা কাণ্ডে এবার নাম জড়ালো প্রাক্তন আইপিএস ভারতী ঘোষের


সারদা কাণ্ডে এবার নাম জড়ালো প্রাক্তন আইপিএস ভারতী ঘোষের। সিবিআই সূত্রে খবর,অভিযুক্তকে গা-ঢাকা দেওয়া,মদত দেওয়া-সহ একাধিক অভিযোগ রয়েছে ভারতী ঘোষের বিরুদ্ধে।প্রসঙ্গত,সম্প্রতি মেদিনীপুরের পুলিশ সুপারের পদ থেকে ইস্তফা দিয়েছেন ভারতী ঘোষ।ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে সবং উপনির্বাচনে বিজেপিকে সমর্থন করা ও একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে।তাঁরপর গোদের উপর বিষ ফোঁড়ার মতো তাঁকে সারদা মামলায় জড়িত থাকার অভিযোগে তলব করতে পারে সিবিআই ।কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর,২০১৩ সালের মাঝামাঝি সারদা কর্তা কলকাতা ছেড়ে ঝাড়গ্রাম,রাঁচি হয়ে পালিয়ে যান।সেইসময় কোন পথে সুদীপ্ত সেন পালিয়ে যাচ্ছেন,সেই খবর তিনি জানতেন বলেই অভিযোগ করা হয়েছে ভারতী ঘোষের বিরুদ্ধে।সেই সময় রাজ্য পুলিশের তরফে সুদীপ্ত সেনের মোবাইল ট্র্যাকও করা হয়েছিল। সারদা মামলায় অভিযুক্ত এক ব্যক্তির সঙ্গে ভারতী ঘোষের পরিবারের পারিবারিক সম্পর্কও রয়েছে বলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর।এমনকি ২০১২ সালে জঙ্গলমহল জুড়ে সরদার ব্যবসার পরিমান বিপুলভাবে বৃদ্ধি পায়।আর সেই টাকা কলকাতায় আসত এম্বুলেন্সে করে।সেই গাড়ি রীতিমত পুলিশ পাহারায় আনা হত বলে অভিযোগ।
এই বিষয়ে সারদা কান্ডে অপর অভিযুক্ত কুনাল ঘোষের প্রশ্ন,বেনিফিট অফ ডাউটে যদি ভারতী ঘোষকে ছাড় দেওয়া হয়,তাহলে সেই সুযোগ তিনিও পাবেন না কেন? কুনাল ঘোষের দাবি,যেই সময় সুদীপ্ত সেনের খোঁজ তাঁরা চালাচ্ছিলেন ,সেই সময়ই এই পলায়নের ঘটনা ঘটে আর সুদীপ্ত সেন জানিয়েছিলেন,তিনি বাগুইআটির বাড়িতে রয়েছে। উল্লেখ্য,এখনও পর্যন্ত ৫ থেকে ৬জন পুলিশকর্তা সারদা তদন্তে সন্দেহের তালিকায় ছিলেন।কিন্তু সেই তালিকায় ছিলেন না ভারতী ঘোষ সূত্রে এমনটাই খবর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!