এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপির পাশে দাঁড়াল তৃণমূল, কেন ঘটল এমন ঘটনা! জেনে নিন বিস্তারিত

বিজেপির পাশে দাঁড়াল তৃণমূল, কেন ঘটল এমন ঘটনা! জেনে নিন বিস্তারিত

রাজনীতিতে দুই দলেরই আদায় কাঁচকলায় সম্পর্ক। তৃনমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তিক্ততা নির্বাচনী লড়াইয়ে প্রায় প্রত্যেকেই প্রত্যক্ষ করেছেন। এমনকি ভোটের ফলাফল প্রকাশের পর ফের দ্বিতীয়বারের জন্য কেন্দ্রে বিজেপি সরকার আসলেও তাদের বিরুদ্ধে রীতিমতো লড়াইয়ের বার্তা দিয়ে রাখতে দেখা গেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে।

শুধু তাই নয়, লোকসভাতেও বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের শাসকবর্গের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে তৃণমূল। আর এই পরিস্থিতিতে এবার রাজ্যসভায় বিজেপির পাশে দাঁড়াতে দেখা গেল তৃণমূল কংগ্রেসকে। সূত্রের খবর, সোমবার রাজ্যসভায় জম্মু-কাশ্মীর সংরক্ষণ বিল পাস করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেই বিলকেই সমর্থন করার কথা জানান তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা লাগোয়া এলাকার বাসিন্দারা 3% করে সংরক্ষণ পেয়ে থাকেন। এমনকি সীমান্ত থেকে 10 কিলোমিটারের মধ্যে যাদের বাস, তারা চাকরি এবং শিক্ষাতেও এই ধরনের সংরক্ষণ পেয়ে থাকেন। কেন্দ্রের ক্ষমতায় আসার আগে বিজেপির পক্ষ থেকে সেই সংরক্ষণে রাজ্যের আন্তর্জাতিক সীমান্ত এলাকাকেও অন্তর্ভুক্ত করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আর তারই অঙ্গ হিসেবে সোমবার রাজ্যসভায় সেই বিলটি পাস করতে দেখা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।

কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়, নিয়ন্ত্রণরেখার মতো জম্মু-কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া এলাকার বাসিন্দাদের অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হয়। তাই তাদের সংরক্ষণ পাওয়া উচিত। এদিকে কেন্দ্রের পক্ষ থেকে এই প্রস্তাব আনা হলে তাতে সমর্থন জানাতে দেখা যায় তৃণমূলকে।

এদিন এই প্রসঙ্গে রাজ্যসভায় তৃণমূলের নেতা ডেরেক ও ব্রায়েন বলেন, “দেশবাসীর কল্যাণের কথা ভেবে এই বিলকে সমর্থন করবে তৃণমূল।” সব মিলিয়ে এবার রাজ্যসভায় বিজেপির পাশে দাঁড়াতে দেখা গেল তৃণমূল কংগ্রেসকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!