এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বাংলার ভোটে আরও বাহিনী বৃদ্ধি, কমিশনের সিদ্ধান্তে চোখে সর্ষেফুল তৃণমূলের!

বাংলার ভোটে আরও বাহিনী বৃদ্ধি, কমিশনের সিদ্ধান্তে চোখে সর্ষেফুল তৃণমূলের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বাংলায় যত ভোট যাচ্ছে, ততই কেন্দ্রীয় বাহিনী বৃদ্ধি করছে নির্বাচন কমিশন। বারবার বাংলার এই নির্বাচন নিয়ে অভিযোগ ওঠে। তবে এবার যাতে কোথাও কোনো রূপ সন্ত্রাস এবং ফাঁকফোকর না থাকে, তারজন্যই নির্বাচন কমিশনের এই পদক্ষেপ। আর এবার পঞ্চম দফার ভোটে আরও কেন্দ্রীয় বাহিনী বৃদ্ধি করলো নির্বাচন কমিশন।

সূত্রের খবর, পঞ্চম দফায় মোট ৭৫২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে বাংলায়। মূলত যত দফা এগিয়েছে, ততই কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বেড়েছে পশ্চিমবাংলার জন্য। আর এবারে আরও বেশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে চাইছে নির্বাচন কমিশন। যার ফলে বিরোধীরা কটাক্ষ করে বলছে, কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বৃদ্ধি হওয়ার ফলে চোখে সর্ষেফুল দেখবে তৃণমূল কংগ্রেস। কারণ অবৈধভাবে তারা ভোট করার কোনো কৌশল খুঁজে পাবে না। তাই আগামী দিনে তাদের পরাজয় নিশ্চিত বলেই দাবি গেরুয়া শিবিরের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!