এখন পড়ছেন
হোম > রাজ্য > অন্য নানা দল ছেড়ে ফের বিজেপিতে যোগদান কয়েকশো কর্মীর

অন্য নানা দল ছেড়ে ফের বিজেপিতে যোগদান কয়েকশো কর্মীর

এদিন ফের বিজেপিতে যোগদান করে কয়েকশো কর্মী। মুর্শিদাবাদ জেলার বড়য়ান বিধানসভার আন্দি হাই স্কুলের ময়দানে একটি সভার আয়োজন করে বিজেপি। আর সেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেতা জয় বন্দ্যোপাধ্যায়, রাজ্য সম্পাদক রীতেশ তিওয়ারি, জেলা সভাপতি মাননীয় গৌরী শঙ্কর ঘোষ, রাজ্য ও জেলার অন্যান্য নেতারা। সেখানেই বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগদান করে প্রায় ৩০০ জন কর্মী-সমর্থক। যোগদানকারীদের হাতে দলেই পতাকা তুলে দেন জয় বন্দ্যোপাধ্যায়৷ এদিন সভা মঞ্চ থেকে তৃণমূলকে বিধতেও কাহ্রলেন না বিজেপি নেতা। তিনি বলেন, ‘‘কাল এক দারুণ ঘটনা ঘটে গিয়েছে৷ মোদীজি গিয়েছিলেন আরব দুনিয়ায়৷ দুবাই মুসলিমদের দেশ৷ ওখানকার যুবরাজ, জয় শ্রীরাম বলে মোদীজিকে সামনে রেখে একটি মন্দির উদ্বোধন করেছেন৷ এক ভারতীয় হিসাবে আমার গর্বে বুকটা ফুলে উঠেছে৷ আমি প্রশ্ন করতে চাই, আমাদের কর্মকর্তারা জয় শ্রী রাম বললে তৃণমূলী গুণ্ডারা রেগে যায়৷ তাঁদের মারধর করে৷ বিভিন্ন টিভি চ্যানেলে বসে বিদ্বজ্জনরা আমাদের সাম্প্রদায়িক বলে৷ আমি তাঁদের উদ্দেশে বলতে চাই, বুকের যদি পাটা থাকে, তাহলে ওইসব গরুখেকো বিদ্বজ্জনরা দুবাইয়ের যুবরাজের বিরুদ্ধে আওয়াজ তুলে দেখাক, বুঝব তাঁদের সাহস আছে৷ কারণ, দুবাইয়ের যুবরাজও জয় শ্রীরাম বলেছেন৷’’

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!