শাসকদলের ‘রিগিং’ রুখতে পঞ্চায়েত ভোটেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পর্যবেক্ষক? জাতীয় বিশেষ খবর রাজ্য February 13, 2018 রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন, আর তা হয় রাজ্য নির্বাচন কমিশনের অধীনে। কিন্তু রাজ্যে শাসকদল তৃণমূল কংগ্রেস কিভাবে ‘রিগিং’ করছে তা দেখে ২০১৯ এর লোকসভা নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গের জন্য আলাদা করে নিরাপত্তা ব্যবস্থা করতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে পঞ্চায়েত নির্বাচনেই একজন পর্যবেক্ষক পাঠানোর অনুরোধ নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার ওমপ্রকাশ রাওয়াতের সঙ্গে দেখা করলেন মুকুল রায় সহ অন্যান্য বিজেপি নেতারা। সূত্রের খবর, কেন্দ্রীয় নির্বাচন কমিশনে মুকুলবাবুরা অভিযোগ জানান, যে ভাবে পশ্চিমবঙ্গের ভোট পরিচালনা করা হয়, তা অন্য কোনও রাজ্যে হয় না। উদাহরণ হিসাবে তাঁরা, বিগত উপনির্বাচনগুলির তথ্য তুলে ধরেন। মুকুলবাবুদের অভিযোগ ওই উপনির্বাচনগুলিতে বেশ কিছু বুথে তৃণমূল কংগ্রেস ১০০% ভোট পয়েছে, সেখানে কংগ্রেস, বাম কিংবা বিজেপি কোনও ভোটই পায়নি। যা এককথায় অবাস্তব ও অসম্ভব বলে দাবি তাঁদের। ফলে তাঁরা নির্বাচন কমিশনকে এই ধরনের অস্বাভাবিক তথ্য খতিয়ে দেখতে অনুরোধ করেছেন। নির্বাচন কমিশন থেকে বেরিয়ে বিজেপি নেতারা আশা প্রকাশ করেন, তাঁদের অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের নির্বাচন অবাধ করতে আলাদা কোনও ব্যবস্থা নেবেন। যদিও এই নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া বা নির্দেশ নির্বাচন কমিশন সূত্রে পাওয়া যায় নি। আপনার মতামত জানান -