এখন পড়ছেন
হোম > জাতীয় > গুজরাট নির্বাচন নিয়ে মোদিকে কড়া ভয় আক্রমণ কংগ্রেস নেতার

গুজরাট নির্বাচন নিয়ে মোদিকে কড়া ভয় আক্রমণ কংগ্রেস নেতার

কংগ্রেস নেতা দীপেন্দর সিং হুডার অভিযোগ ‘অসত্য এবং অর্ধসত্য, এই দুয়ের ওপর ভর করে গুজরাটে প্রচার চালাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,’।তাঁর দাবি গুজরাট ভোটারদের মন জয় করতে প্রধানমন্ত্রী তার নিজস্ব ন্যায়পরায়ণতার সীমা ভঙ্গ করে ইচ্ছাকৃতভাবে অসত্যের প্রচার চালিয়ে যাচ্ছেন।প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন গম্ভীর অভিযোগ তোলার কারণ নিয়ে প্রশ্ন করা হলে হরিয়ানার ওই কংগ্রেস নেতা জানিয়েছেন যে গতকাল মরবির জনসভায় প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সম্বন্ধে অঙ্গভঙ্গি সহযোগে যেমন অশ্লীল মন্তব্য করেছেন তাতে এমন অভিযোগ আনতে তিনি বাধ্য হয়েছেন।তাঁর অভিযোগ, মাচ্ছু বাঁধ ভাঙার মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী বলেছিলেন যে ইন্দিরা গান্ধী শবসমাধির মাঝে নাকে রুমাল চাপা দিয়ে দুর্ঘটনাগ্রস্ত অঞ্চলের নিরীক্ষা করতে এসেছিলেন এবং তথ্য হিসাবে তিনি জনসমুক্ষে যে চিত্রলেখা প্রচ্ছদের ছবির কথা তোলেন তা মোটেও সত্য নয়।ইন্দিরা গান্ধী যেদিন মরবিতে গিয়েছিলেন সেই দিন মৃতদেহগুলোতে পচন ধরতে শুরু করেছিলো এবং সেই কারণেই প্রশাসনের তরফে সকলকে নাকে রুমাল বেঁধে রাখার পরামর্শ দেওয়া হয়েছিল।আর তাছাড়া ওই ছবিগুলির নিচেই লেখা রয়েছে ‘ধ্বংসের মাঝেও মানবতার সৌগন্ধ’।দীপেন্দর সিং হুডা আরও বলেন,প্রধানমন্ত্রী অর্ধসত্যের আশ্রয় নিয়েছেন সোমনাথ মন্দির নির্মান সমন্ধে বলেছিলেন।প্রধানমন্ত্রী বলেন যে সর্দার বল্লভভাই প্যাটেল সোমনাথ মন্দির নির্মাণ করেছিলেন নেহরুর বাধা সত্ত্বেও।দীপেন্দর সিং এর বক্তব্য প্রধানমন্ত্রীর উচিত ঠিক কী কারণে জওহরলাল নেহরু এই বিষয়ে আপত্তি ছিল সেটাও দেশের মানুষকে জানানো।কিন্তু প্রকৃত কারণটি চেপে রেখে শুধু তিনি বললেন নেহরু সোমনাথ মন্দিরের বিরোধী ছিলেন।হুডার দাবি, ‘মোদি নিজেকে বদলাবেন এমনটা আশা করি না। কিন্তু আমি নিশ্চিত যে ১৮ ডিসেম্বরের পর মোদি তাঁর ভুল বুঝতে পারবেন।’

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!