এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > জাতীয় পতাকার আদলে কেক কেটে সেলিব্রেট করছেন প্রভাবশালী তৃণমূল নেতা! ভাইরাল ভিডিওতে বিতর্ক

জাতীয় পতাকার আদলে কেক কেটে সেলিব্রেট করছেন প্রভাবশালী তৃণমূল নেতা! ভাইরাল ভিডিওতে বিতর্ক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – জাতীয় পতাকা জাতির দেশ ভক্তি, ভালোবাসা ও আবেগের মর্মস্থল। কত রক্ত, কত অশ্রু যে জড়িয়ে আছে এই জাতীয় পতাকার গায়, তা হয়তো বলে শেষ করা যাবেনা। জাতীয় পতাকার সঙ্গে জড়িয়ে আছে সংগ্রাম স্বাধীনতা সংগ্রামের কতটাই না ইতিহাস। কত শহীদ এই জাতীয় পতাকাকে শেষ বারের মত স্যালুট জানিয়ে হাসিমুখে মরনের ওপারে যাত্রা করেছেন।

জাতীয় পতাকা হাতে নিয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন দেশের সেনারা, এই জাতীয় পতাকা হাতে নিয়েই আমরা আনন্দে মত্ত হয়ে উঠি, যখন কোন গুরুত্বপূর্ণ ম্যাচে আমাদের দেশ জয় লাভ করে। জাতীয় পতাকাকে একটি সামান্য বস্ত্রখণ্ড বলে মনে করা মুর্খামিরই সামিল। কিন্তু এই জাতীয় পতাকার আকারে কেক বানিয়ে নিজের জন্মদিন পালন করে বিতর্ক সৃষ্টি করলেন মালদা জেলার এক প্রভাবশালী তৃণমূল নেতা শেখ ইয়াসিন।

প্রসঙ্গত, উত্তরবঙ্গের মালদা জেলার জনৈক প্রভাবশালী তৃণমূল নেতা শেখ ইয়াসিন মালদহ জেলা পরিষদের জনস্বাস্থ্য বিভাগের জনৈক গুরুত্বপূর্ণ পদাধিকারীর স্বামীও বটে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখতে পাওয়া গেল, তৃণমূল নেতা শেখ ইয়াসিন নিজের জন্মদিনের পার্টিতে, দেশের জাতীয় পতাকার আকৃতি বিশিষ্ট একটি কেক কেটে নিজের জন্মদিন পালন করলেন আর। আর সেই সঙ্গে বিতর্কর আগুনে দিলেন জোর হাওয়া।

যদিও সোশ্যাল মিডিয়ার পর্দায় ভাইরাল হওয়া এই তৃণমূল নেতার জন্মদিন উদযাপনের ভিডিওটির সত্যতা যাচাই করা এখনো আমাদের ‘প্রিয় বন্ধু মিডিয়া’র পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু সোশ্যাল মিডিয়ার এই ভিডিওকে কেন্দ্র করেই যথেষ্ট সরগরম হতে দেখা গেল বাংলার বিভিন্ন রাজনৈতিক মহলকে। শেষ পর্যন্ত তৃণমূল নিজেকে নিজের ভুল স্বীকার করলেন, ও এর জন্যে নিজেকে ক্ষমাপ্রার্থী বলেও ঘোষণা করলেন।

তাঁর এই জন্মদিন পালন সম্পর্কে তৃণমূল নেতা শেখ ইয়াসিন নিজেই জানিয়েছেন, ” একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আমি অনুষ্ঠানে যোগ দেওয়ার পরেই তাড়াহুড়ো করে কেক কাটা পর্ব শুরু হয়ে যায়। তখন এত কিছু বুঝতে পারেনি। তবে এ ঘটনা ইচ্ছাকৃতভাবে হয়নি। ভুল করে হয়েছে। দেশকে আমিও ভালোবাসি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে মালদহ বিজেপি জাতীয় পতাকার আদলে কেক নির্মাণ ও কেক কাটা নিয়ে যথেষ্ট বিক্ষোভ প্রকাশ করেছে। এ প্রসঙ্গে মালদহ জেলা বিজেপির প্রবক্তা অজয় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন যে, এমন ভাবে জাতীয় পতাকার আকারে কেক প্রস্তুত করা, আর সেই সেই কেক কেটে নিজের জন্মদিনের অনুষ্ঠান পালন করা জাতীয়তাবোধের অবমাননারই শামিল। আর এ কাজ করে তৃণমূল নেতা জাতীয় পতাকাকে অপমান করেছেন বলে তিনি দাবি করেছেন। তৃণমূলে নেতার এই কাজের জন্য আইনি পদক্ষেপ গ্রহণ করতে চলেছেন বলেও জানিয়েছেন তিনি।

তবে, এই প্রসঙ্গে রাজ্যর শাসক দল তৃণমূলের অন্যতম বিশেষ শাখা সংগঠন জয় হিন্দ বাহিনীর মালদহ জেলা সভাপতি কৃষ্ণ দাস জানিয়েছেন যে, সেদিন কয়েকজন শিশুর অনুরোধ রক্ষা করতেই তারা তৃণমূল নেতা শেখ ইয়াসিনের জন্মদিন অনুষ্ঠানে সকলে মিলিত হয়েছিলেন। আর সেই অনুষ্ঠানেই জাতীয় পতাকার সঙ্গে সাদৃশ্যপূর্ণ এই কেকটি কাটা হয়েছিল। এই ভুলের তিনি ক্ষমাও চেয়ে নিলেন।

অপরপক্ষে, খোদ তৃণমূল সুপ্রিমোর ছবির উপরেই কেটে কেটে নিজের জন্মদিন উদযাপন করে বিতর্কের কেন্দ্রবিন্দু হবেন এই মালদা জেলারই অপর এক তৃণমূল নেতা। সংবাদ সূত্রে জানা গেছে, মালদহ জেলার হবিবপুর ব্লকের জনৈক তৃণমূল নেতা প্রভাস চৌধুরী গত বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় তাঁর বাড়িতে নিজের জন্মদিন পালনের উদ্যোগ নিয়েছিলেন।

অভিযোগ উঠেছে, তৃণমূল নেতা প্রভাস চৌধুরী মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া দিদিকে বল কর্মসূচি বিষয়ক একটি ব্যানারের উপরে কেক কেটে নিজের জন্মদিন পালন করেছেন করেছেন। তবে এ বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন তৃণমূল নেতা প্রভাস চৌধুরী। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ” স্থানীয় ছেলেদের আব্দারে কেকটি কেটেছি। তবে নীচে যে ছবি রয়েছে, তা খেয়াল ছিল না। কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এভাবে ছবি ছড়িয়ে দিয়ে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে।” নিজের অনিচ্ছাকৃত এই ভুলের জন্য তিনি বিশেষভাবে ক্ষমা প্রার্থনাও করেছেন। তবে বিষয়টি নিয়ে সরগরম হয়ে উঠেছে বিভিন্ন মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!