এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > লোকাল ট্রেন চলায় আপাতত স্বস্তির নিঃশ্বাস নিত্যযাত্রীদের, সংক্রমণ বাড়ার চিন্তায় প্রশাসন

লোকাল ট্রেন চলায় আপাতত স্বস্তির নিঃশ্বাস নিত্যযাত্রীদের, সংক্রমণ বাড়ার চিন্তায় প্রশাসন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘ সময় পর আজ লোকাল ট্রেনের চাকা গড়িয়েছে। সাধারণ মানুষ বাইরে বেরিয়েছে আজ লোকাল ট্রেনের ভরসায়। দীর্ঘদিন ধরে লোকাল ট্রেন না চলার কারণে বেশ কিছুদিন ধরেই বিক্ষোভ দেখা যাচ্ছিল স্টেশনে স্টেশনে। সাধারণ মানুষ কর্মক্ষেত্রে যাওয়ার জন্য ব্যবহার করছিলেন রেলযাত্রীদের জন্য স্পেশাল ট্রেনটি। আর তাতেই বাধে গন্ডগোল। রেল পুলিশের সঙ্গে সংঘর্ষে অনেকেই আহত হন। সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। তড়িঘড়ি রেল এবং রাজ্য আলোচনায় বসে লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয়। ট্রেন চললেও আজ অনেক কম সংখ্যক ট্রেন চলেছে যার ফলে ভিড় হয়েছে ট্রেনে দেখার মতো। করোনা পরিস্থিতিতে যা অত্যন্ত আশঙ্কাজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এই পরিস্থিতি সামাল দিতে আরো বেশি সংখ্যক লোকাল ট্রেন চালানোর আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসাথে তিনি রাজ্যের অটো, বাস, ট্যাক্সির ফিটনেস সংক্রান্ত জরিমানা নিয়েও বড়োসড়ো ঘোষণা করলেন আজ। করোনা প্রারম্ভে প্রথমেই বন্ধ হয়ে গিয়েছিল লোকাল ট্রেন পরিষেবা। দীর্ঘ সময় পর শেষ পর্যন্ত কয়েকটি শাখায় কিছু সংখ্যক লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছে আজ থেকে। সামাজিক দূরত্ব মানার নির্দেশ ছিল আগেই। তবে ট্রেন ধরার সময় তা অনেক ক্ষেত্রেই মানা হয়নি বলে অভিযোগ উঠেছে। যার ফলস্বরুপ সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা তৈরি হচ্ছে। সেদিকে নজর রেখে দিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো বেশি সংখ্যক ট্রেন চালানোর আর্জি জানালেন।

এ প্রসঙ্গে এদিন নবান্নের সভাঘর থেকে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, করোনার মধ্যে সাধারণ মানুষের কথা ভেবে ট্রেন চালানো শুরু হয়েছে। তবে তিনি জানিয়েছেন, রেলের কাছে তিনি আবেদন রাখবেন, আরো বেশি সংখ্যক ট্রেন চালানোর। কারণ গাদাগাদি করে ট্রেনের কামরায় লোক উঠলে করোনার সংক্রমণ বাড়তে পারে। ট্রেন বেশি চালালে অন্তত সামাজিক দূরত্ব কিছুটা হলেও বজায় থাকবে। অন্যদিকে মুখ্যমন্ত্রী আরো জানান, রাজ্যের অটো, বাস, ট্যাক্সিগুলির পক্ষ থেকে সার্টিফিকেট অফ ফিটনেস ক্যাটাগরি ড্রাইভিং লাইসেন্স নিয়ে পেনাল্টি মকুব করার জন্য রাজ্য সরকারের কাছে যে আবেদন করা হয়েছিল তা তিন মাসের জন্য রাজ্য সরকার মকুব করেছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু এবার সেই আবেদনের সময়সীমা আগামী 30 শে জুন 2021 পর্যন্ত বাড়ানো হলো। এই সময় পর্যন্ত অটো, বাস বা ট্যাক্সিকে কোনরকম পেনাল্টি দিতে হবেনা। অন্যদিকে জানা গিয়েছে, এদিন সকাল থেকে দক্ষিণ, দক্ষিণ পূর্ব ও পূর্ব রেলের বিভিন্ন স্টেশনে চোখে পড়ার মতো ভিড় ছিল। টিকিট কাউন্টারের বাইরে অবশ্য সামাজিক দূরত্ব বিধি মেনে ছিল লম্বা লাইন। স্টেশনে ঢোকার আগে থার্মাল স্ক্যানিং হয়েছে যাত্রীদের। যাত্রীরা মুখে মাস্কও পড়েছেন নিয়মমাফিক। কিন্তু ট্রেন ধরার সময় তাড়াহুড়োয় কোন সাবধানবাণী আর কাজ করছে না বলেই জানা গেছে। সেই পরিস্থিতি সামলাতে আপাতত বেশি সংখ্যক ট্রেন চালানোর দিকেই জোর দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

অন্যদিকে রেলের তরফ থেকে মনে করা হচ্ছে, ট্রেন চললেও প্রাথমিকভাবে বেশকিছুদিন যাত্রীদের ভিড় চোখে পড়বে না। যদিও এক্ষেত্রে রেলের আন্দাজ মেলেনি। কারণ বিভিন্ন স্টেশনে আজ চোখে পড়ার মতো ভিড় দেখা গিয়েছে। এদিকে বিশেষজ্ঞদের মতে, লোকাল ট্রেন চলার সাথে সাথেই করোনার সংক্রমণ কিন্তু আবারও লাগামছাড়া হবে। তাই সব রকম প্রস্তুতি থাকা দরকার রাজ্যের। তবে লোকাল ট্রেন চলায় খুব স্বাভাবিকভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সাধারণ মানুষ। কারণ এতদিন ট্রেন না চলায় কর্মক্ষেত্রে যোগ দিতে যাওয়ার সময় চূড়ান্ত হয়রানির শিকার হতে হতো নিত্যযাত্রীদের। পাশাপাশি বাস, অটো, ট্যাক্সির লাগামছাড়া ভাড়া প্রাণ ওষ্ঠাগত করে তুলেছিল যাত্রীদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!