এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > বিহারের পর বাম কংগ্রেস জোটের প্রস্তুতি এবার একুশের জন্য

বিহারের পর বাম কংগ্রেস জোটের প্রস্তুতি এবার একুশের জন্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিহার বিধানসভা নির্বাচনে মহাজোট হারলেও দেখা যাচ্ছে খুব একটা পিছিয়ে নেই বিহারের মহাজোট। নামমাত্র ভোটে তাঁরা হেরেছে। অন্যদিকে মহাজোটের অন্যতম সঙ্গী বাম শিবির কিন্তু বিহারে ভোটের ফলাফল বেরোনোর পর দেখা যাচ্ছে, যথেষ্ট ভালো ফল করেছে। যথারীতি জাতীয় রাজনীতিতে এত দিন পিছিয়ে থাকার পর যেভাবে বাম শিবির বিহার নির্বাচনে ঘুরে দাঁড়ালো, তা আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য যথেষ্ট বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিহারের পর এবার পালা বাংলার। 2021 এর বিধানসভা নির্বাচনে পালাবদলের প্রয়াসে বাম কংগ্রেস জোট বেঁধেছে ইতিমধ্যেই। প্রতিবেশী রাজ্যে আশাতীত ফল করার পর এরাজ্যেও কি তাঁরা সফল হবে? অন্যদিকে বিহারে কিন্তু এ রাজ্যের বামেদের জোটসঙ্গী কংগ্রেসের আসন সংখ্যা কমেছে। এই পরিস্থিতিতে বিমান বসু এদিন সাংবাদিক সম্মেলনে ধর্মনিরপেক্ষ শক্তির সঙ্গে জোটবদ্ধ হতে বামেরা যে সর্বদা প্রস্তুত সে কথা জানিয়েছেন। তবে তৃণমূলের সঙ্গে জোট বাঁধার কোন প্রশ্নই নেই তা জোর দিয়ে বলেছেন এদিন বামফ্রন্ট চেয়ারম্যান।

এদিন দলীয় কর্মসূচিতে মালদা এসেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। জেলার দলীয় কার্যালয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। এদিন বিমানবাবু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, তৃণমূল কংগ্রেস ও বিজেপি- দুটি দলই সম্প্রদায়িক। তাই এ রাজ্যে বিধানসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে কোনরকম সমঝোতার প্রশ্ন নেই। বামেরা টিএমসি এবং বিজেপিকে হারানোর জন্য জোরদার লড়াই করবে। অন্যদিকে সাংবাদিকদের তরফ থেকে প্রশ্ন করা হয়, বিহারের নির্বাচনে কংগ্রেসের খারাপ ফল নিয়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বলা হয় বিহারে তুলনামূলকভাবে কংগেস খারাপ ফল করেছে। তাই এ রাজ্যে তাঁদের সঙ্গে জোট করা কি সঠিক সিদ্ধান্ত হবে? এর উত্তরে বিমান বসু জানিয়েছেন, রাজ্যের যে কোন সাম্প্রদায়িক শক্তিকে হারাতে ধর্মনিরপেক্ষ যেকোন দলের সঙ্গেই সিপিআইএম জোট করতে সদা প্রস্তুত। তবে তিনি আরও জানিয়েছেন, এ রাজ্যে বিহার মডেল নকল করার প্রয়োজন হবেনা। কারণ গত কয়েক দশক ধরেই এই রাজ্যে ষোলটি দল জোটবদ্ধভাবে লড়াই করছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে বিমান বসুর মন্তব্যের পরিপ্রেক্ষিতে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

দলের জেলা সভানেত্রী মৌসম বেনজির নূরও এই বিষয়টি নিয়ে কিছু বলেননি বরং রাজ্য নেতৃত্ত্বের ওপরই তিনি পুরো বিষয়টি ছেড়েছেন। বিশেষজ্ঞদের মতে, বিহার বিধানসভা নির্বাচনে বামেরা ভালো ফল করার পর থেকেই এ রাজ্যের জন্য বামেদের পরিকল্পনা নতুন রূপ পেতে চলেছে। অন্যদিকে বিহারে কংগ্রেসের থেকে বামেরা এগিয়ে যাওয়ায় এ রাজ্যে সেই অনুযায়ী জোট গঠন হয় কিনা সেটাও দেখার। তবে রাজ্যের বাম শিবির যে এই মুহূর্তে চূড়ান্ত আত্মবিশ্বাসী তা স্পষ্ট হয়ে উঠেছে বিমান বসুর মন্তব্যে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!