বের হলো সভাধিপতি ও সহকারী সভাধিপতি পদের সংরক্ষণে তালিকা,দেখে নন একনজরে রাজ্য February 7, 2018 সংরক্ষণের আওতায় রাখা হয়েছে রাজ্যের জেলা পরিষদ ও মহকুমা পরিষদের সভাধিপতি এবং সহকারি সভাধিপতির পদগুলিকে। আর তার তালিকা প্রকাশ করল রাজ্য নির্বাচন কমিশন। রাজ্যের ২০টি জেলা পরিষদের মধ্যে ১০টি জেলা পরিষদের সভাধিপতির পদ মহিলা, ৬টি পদ তপশিলি জাতি, ৩টি পদ অন্যান্য অনগ্রসর শ্রেণি ও ১টি পদ তপশিলি উপজাতির জন্য সংরক্ষিত করা হয়েছে বলে ওই খসড়ায় প্রকাশিত হয়েছে। জানা গেছে যে আজ থেকে আগামী ২ সপ্তাহের মধ্যে এই তালিকা সংক্রান্ত আবেদন বা অভাব,অভিযোগ জমা দিতে পারবে। আপনার মতামত জানান -