এখন পড়ছেন
হোম > অন্যান্য > রাজ্য-রাজনীতিকে চমকে দিয়ে ১৮০ ডিগ্রি ঘুরে এবার শাসক শিবিরে যোগ এই প্রভাবশালী অভিনেত্রীর

রাজ্য-রাজনীতিকে চমকে দিয়ে ১৮০ ডিগ্রি ঘুরে এবার শাসক শিবিরে যোগ এই প্রভাবশালী অভিনেত্রীর


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বলিউড অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর শিবসেনায় যোগ দিতে পারেন, এমন একটা জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। যদিও, গতকাল তিনি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়ে দিয়েছিলেন যে, এখন তিনি শিবসেনাতে যোগ দিতে চান না। কিন্তু এরপর আজ মঙ্গলবার হঠাৎ করেই ভোলবদল ঘটল অভিনেত্রী উর্মিলা মাতন্ডকারের। মুম্বাইতে শিবসেনা সভাপতি উদ্ধব ঠাকরের নেতৃত্বে শিবসেনার দলীয় পতাকা তুলে নিলেন অভিনেত্রী উর্মিলা মাতন্ডকার।

ইতিপূর্বে অভিনেত্রী উর্মিলা মাতন্ডকার কংগ্রেসে যোগ দিয়েছিলেন। কিন্তু দীর্ঘদিন ধরেই তাঁর শিবসেনার যোগদানের একটা জল্পনা চলছিল। গত রবিবার এই বিষয়টি তিনি কিছুটা স্পষ্ট করেও দিয়েছিলেন। গতকাল সোমবারই তাঁর শিবসেনায় আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার কথা ছিল। তবে গতকাল তিনি তা করেননি। গতকাল তিনি জানিয়েছিলেন যে, তিনি শিবসেনায় যোগ দিতে চান না। কিন্তু আজ হঠাৎ তার ভোলবদল।

ইতিপূর্বে গত ২০১৯ এর লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী হয়েছিলেন প্রভাবশালী বলিউড অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকর। কিন্তু নির্বাচনে পরাজিত হবার পর গত বছরের সেপ্টেম্বর মাসে কংগ্রেস দল ছেড়ে ছিলেন তিনি। কংগ্রেসের বিরুদ্ধে তিনি দলাদলির অভিযোগ এনেছিলেন। রাজনীতি থেকে কিছুটা সময়ের জন্য বিরতিও নেন তিনি। তবে, মানুষের সেবার জন্য তিনি আবার রাজনীতির ময়দানে ফিরে আসবেন, বলে জানিয়েছিলেন তিনি। এরপর, তাঁর শিবসেনায় যোগদান নিয়ে জল্পনা ছড়াতে শুরু করে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বলিউড অভিনেত্রী উর্মিলা মাতন্ডকারের শিবসেনায় যোগদান প্রসঙ্গে শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত জানিয়েছিলেন যে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের সঙ্গে উর্মিলা মাতন্ডকারের কথা হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পর তিনি শিবসেনার প্রার্থী হতে রাজি হয়েছেন।

সে সময় সঞ্জয় রাউত জানিয়েছিলেন যে, তাঁরা অত্যন্ত আনন্দিত যে, তিনি শিবসেনা দলে যোগ দিচ্ছেন। তিনি আরও জানিয়েছেন যে, উর্মিলা মতন্ডকার একজন শিব সৈনিক হতে চলেছেন। তার যোগদানের ফলে শিবসেনা দলের মহিলা মোর্চা আরো অনেকটা শক্তিশালী হতে পারবে। আজ দুপুরে তাঁর দাবি সত্য বলে বিবেচিত হলো। শিবসেনা সূত্রের খবর, আগামী দিনে বলিউড অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর দলের অন্যতম মুখপাত্র হিসেবেও দায়িত্ব নিতে পারেন।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!