এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > হবিবপুর উপনির্বাচন – জয় ছিনিয়ে নিতে বিশেষ পরিকল্পনা গেরুয়া শিবির

হবিবপুর উপনির্বাচন – জয় ছিনিয়ে নিতে বিশেষ পরিকল্পনা গেরুয়া শিবির

লোকসভা নির্বাচনের মাঝেই হবিবপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এবার সেই কেন্দ্রটি দখলের জন্যও মরিয়া হয়ে উঠেছে গেরুয়া শিবির। ইতিমধ্যেই বাংলায় 42 টি লোকসভা কেন্দ্রের মধ্যে 22 থেকে 23 টা আসন দখলের ব্যাপারে আত্মপ্রত্যয়ের সুর শোনা গেছে বিজেপি নেতাদের গলায়। আর লোকসভার পাশাপাশি এবার হবিবপুর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন নিয়েও বাড়তি আশা গেরুয়া শিবিরের।

জানা গেছে, হবিবপুর উপনির্বাচনে তৃণমূল স্তর থেকে ভোট পরিচালনার জন্য অঞ্চলভিত্তিক পর্যবেক্ষক পাঠানোর কাজ শুরু করেছে বিজেপি। এই বিধানসভার 14 টি অঞ্চলে জেলার 11 জন নেতাকে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে। আর তাদের সঙ্গে আরও দুইজন নেতৃত্বকে সেখানে পাঠানো হয়েছে। আর তৃণমূল স্তর থেকে ভোট পরিচালনার জন্য বিজেপির এই উদ্যোগ আদতে তৃণমূলেরই কায়দা বলে মনে করছে শাসকদল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, এবার এই হবিবপুর বিধানসভা উপনির্বাচন বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে সদ্যসমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে এই হবিবপুর জুড়ে বিজেপির ব্যাপক সাফল্য, আর অন্যদিকে আদিবাসী রাজবংশীদের ভোট। আর সেই দুইয়ের ফর্মুলা মিলিয়ে এবার হবিবপুর বিধানসভা আসন জিততে মরিয়া তারা। জানা গেছে, বুথস্তর থেকে সংগঠনকে চাঙ্গা করতে ইতিমধ্যেই মালদহ জেলার বিজেপির সভাপতি সঞ্জিত মিশ্রকেও একটি অঞ্চলের দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে তিনি বুলবুলচন্ডী অঞ্চলের দায়িত্বে রয়েছেন।

এদিন এই প্রসঙ্গে মালদহ জেলা বিজেপির প্রবক্তা অজয় গঙ্গোপাধ্যায় বলেন, “হবিবপুরের 14 টি অঞ্চলে 11 জন জেলা নেতাকে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের সঙ্গে আরও দু’জন করে নেতৃত্বকে রাখা হয়েছে। আমরা এই পরিকল্পনা অনেকদিন আগেই তৈরি করেছিলাম। এবারে তা কার্যকর করা হল।”

এদিকে হবিবপুর বিধানসভা নির্বাচনে তৃণমূলের চেয়ারম্যান উজ্জ্বল মিশ্র এই প্রসঙ্গে বলেন, “বিজেপি যতই হম্বিতম্বি করুক না কেন, কোনো লাভ হবে না। মানুষ উন্নয়নের জোয়ারে ভাসতে চাইছে। তাই এবারে তারা তৃণমূলকেই সমর্থন করবে।” সব মিলিয়ে হবিবপুর বিধানসভা উপনির্বাচনে এই কেন্দ্রটিকে দখলের জন্য আটঘাট বেঁধে নেমেছে গেরুয়া শিবির।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!