এখন পড়ছেন
হোম > জাতীয় > নিজেদের এবার ‘গরীবের দল’ প্রমান করেই লোকসভা নির্বাচনে লড়তে চান রাহুল গান্ধী

নিজেদের এবার ‘গরীবের দল’ প্রমান করেই লোকসভা নির্বাচনে লড়তে চান রাহুল গান্ধী

আসন্ন লোকসভা নির্বাচনের মাত্র কয়েক মাস আগে শুক্রবার দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে তিন দিনের এআইসিসি প্লেনারি। ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা এই প্লেনারিতে অংশ নেবেন দেশের প্রায় ১২০০ এআইসিসি প্রতিনিধি।কংগ্রেস সূত্রের খবর, কংগ্রেসকে ‘গরিবের দল’ হিসেবে তুলে ধরতে এবার বিশেষ বার্তা দেবেন কংগ্রেস সভাপতি সোনিয়া পুত্র রাহুল। তাই সোনিয়া গান্ধীর পরবর্তী অধ্যায় হিসেবে এবারের প্লেনারির বিশেষ গুরুত্ব রয়েছে। কংগ্রেস সূত্রের খবর নরেন্দ্র মোদির বিকল্প হিসেবে নিজেকে প্রতিপন্ন করার এটাই সবচেয়ে বড় সুযোগ রাহুল এর। আর রাহুল ও চাইছেন কৃষক, খেতমজুর, দলিত ও বেকার প্রভৃতি মানুষজনের দাবি -দাওয়া কে অস্ত্র করে মোদী বিরোধী আন্দোলনে সোচ্চার হতে। প্রথামাফিক রাহুল প্লেনারিতে দলের সংগঠন নতুন করে সাজানোর পরিকল্পনা ঘোষণা করবেন। যদিও নতুন ওয়ার্কিং কমিটি নির্বাচন করে নাকি সরাসরি মনোনয়নের মাধ্যমে, হবে সে বিষয়ে এখনও কিছু স্থির হয়নি । উল্লেখ্য দলের সংবিধান অনুযায়ী অবশ্য ২৫ জনের ওয়ার্কিং কমিটির মধ্যে ১২ জনকে নির্বাচিত প্রতিনিধি হতে হবে। সূত্র অনুসারে জানা যাচ্ছে , প্লেনারির প্রধান বিষয় দলের সভাপতি-পদে রাহুলের নির্বাচনের আনুষ্ঠানিক অনুমোদন। সভাপতি হিসেবে অনুমোদন পাওয়ার পরে রাহুল নিজের ভাষণে ‘ভিশন ডকুমেন্ট’ প্রকাশ করবেন । নির্বাচনে বিজেপি ও মোদিকে পরাস্ত করার কৌশলগত দিকনির্দেশ সহ প্লেনারিতে মোট ৪টি প্রস্তাব গৃহীত হবে। যেগুলির মধ্যে থাকবে রাজনৈতিক, অর্থনৈতিক ও বিদেশনীতি বিষয়ক প্রস্তাব। রাজনৈতিক প্রস্তাবের খসড়া প্রস্তুত করেছেন প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনির নেতৃত্বাধীন কমিটি। এবং অর্থনৈতিক প্রস্তাবের খসড়া করেছেন চিদম্বরমের নেতৃত্বাধীন কমিটি। বিদেশনীতি নিয়েও এই প্লেনারিতে খসড়া পেশ হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!