এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মুখমন্ত্রীর সাথে তৃণমূল নেতাদের একান্ত বৈঠকের ভার্চুয়াল লিঙ্ক পৌঁছে গেল বিরোধী নেতাদের কাছে

মুখমন্ত্রীর সাথে তৃণমূল নেতাদের একান্ত বৈঠকের ভার্চুয়াল লিঙ্ক পৌঁছে গেল বিরোধী নেতাদের কাছে


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আবারও জেলা তৃণমূল নেতাদের ভুলের মাশুল দিতে হচ্ছে শাসক দলকে। সম্প্রতি তৃণমূল নেত্রীর সঙ্গে জেলার নেতাদের ভার্চুয়াল বৈঠক হয়। কিন্তু সেই ভিডিওর লিংক পৌঁছে গেছে বিরোধী দলের নেতাদের কাছেও। আর তাই নিয়েই শুরু হয়েছে বাংলার রাজনৈতিক মহলে জোরদার চাঞ্চল্য। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে তৃণমূল শিবিরের অন্দরেই শুরু হয়েছে জোরদার চাপানউতোর। দায় কার, তা নিয়ে চলছে আলোচনা। কিন্তু তৃণমূলের অন্দরের খবরের লিংক বিরোধী শিবিরের কাছে যাওয়া যে মোটেই ঠিক হয়নি সে কথা মেনে নেওয়া হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে।

অন্যদিকে জানা গেছে, দলের পরিচিত নেতারাই ভার্চুয়াল বৈঠকের কোন লিংক পাননি। যার মধ্যে জেলার সাধারণ সম্পাদক সুবোধ ঘোষ থেকে শুরু করে সদ্য দলে ফেরা প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবীরও রয়েছেন। এ প্রসঙ্গে সুবোধ দাস জানিয়েছেন, ভার্চুয়াল বৈঠকের কথা তিনি সবাইকে জানালেও তার কাছে কোনো রকম লিংক আসেনি। এই নিয়ে তৃণমূল শিবিরের অন্দরেও ক্ষোভ প্রকাশ করেছেন। এদিকে উল্লেখযোগ্যভাবে, ভিডিওর লিংক পৌঁছে গিয়েছে জিয়াগঞ্জের বিজেপি নেতা শংকর মন্ডল কিংবা কংগ্রেসের পুরনো মুখ স্বপন গোস্বামীর কাছে। এমনকি দল থেকে সাসপেন্ড হওয়ার পর ফিরোজ শেখ এর কাছেও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের লিংক পৌঁছে গেছে।

এ প্রসঙ্গে দলের জেলা নেতারা কিন্তু নিশ্চুপ রয়েছেন। তৃণমূলের একাংশ এই ঘটনার দায় বর্তিয়েছেন পিকের টিমের ওপর। এ প্রসঙ্গে আবার পিকের দলের অন্যতম সদস্য মুর্শিদাবাদের দায়িত্বে থাকা জিয়ারুল রহমান জানান, দায়িত্বে ছিলেন দলের জেলা নেতারা। তাই ভুল যা করবার তাঁরাই করেছেন। গত কয়েকদিন ধরেই জেলা জুড়ে লিংক রহস্য নিয়ে শুরু হয়েছে পিকের টিম বনাম জেলা তৃণমূলের লড়াই। তবে বিরোধীরা আবার জানিয়েছেন, এই লিংকের ব্যবহার তাঁরা করেননি। জিয়াগঞ্জের বিজেপি নেতা শংকর মন্ডল জানিয়েছেন, তাঁকে হঠাৎ করেই একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে লিঙ্ক পাঠানো হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি মমতা বন্দোপাধ্যায়ের মিটিংয়ে ছিলেন না। তাই লিঙ্ক তিনি ডিলিট করে দিয়েছেন। অন্যদিকে কংগ্রেস নেতা স্বপন গোস্বামী জানিয়েছেন, তাঁকে কে বা কারা তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ করেছে, তা তিনি জানেন না। এই বৈঠক নিয়ে তিনি কোনো আগ্রহ প্রকাশ করেননি। তবে ওই গ্রুপের অন্যতম অ্যাডমিন অনিকেত বারুই জানান, তিনি তৃণমূল করেন না। তাঁকে কে অ্যাডমিন করেছে, তাও তিনি জানেন না। প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে শুরু হয়েছে এক ডামাডোলের বাজার। আর এর ব্যাখ্যা দিতে গিয়ে দলের জেলা সভাপতি আবু তাহের খান জানান, সুব্রত সাহা দলের জেলা সভাপতি থাকাকালীন তৃণমূলের যে তালিকা ছিল তা ধরেই প্রত্যেকের কাছে লিঙ্ক গিয়েছে।

তবে আবু তাহের খান স্বীকার করেছেন, এ ব্যাপারে যথেষ্ট সচেতন হওয়ার প্রয়োজন ছিল। অন্যদিকে এই ঘটনায় তৃণমূল শিবির যে যথেষ্ট অস্বস্তির মুখে সে কথা বলাই বাহুল্য। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ঘটনায় তৃণমূলের অত্যন্ত ক্যাজুয়ালিটি প্রকাশ পেয়েছে যা কোন মতেই কাম্য নয়। মুর্শিদাবাদ জেলার তৃণমূল নেতাদের এহেন কাণ্ডকারখানায় যথারীতি বিরক্তি প্রকাশ করেছেন রাজ্য নেতৃত্ব। যেকোন দলের অন্দরের বৈঠক যথেষ্ট গোপনীয় থাকা উচিত। কিন্তু সেক্ষেত্রে বিরোধীদের সামনেও কিন্তু উন্মুখ হয়ে গেছে তৃণমূল নেত্রীর পরিকল্পনা। বস্তুতঃ, বিরোধীদের হাতে এক নৃন্য অস্ত্র বলেই বিবেচিত হচ্ছে রাজনৈতিক মহলে। আপাতত এই পরিস্থিতি সামলাতে এবার নেত্রী কি ব্যবস্থা গ্রহণ করবেন, সেটাই দেখার।

আপনার মতামত জানান -

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!