এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > মমতাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাতে না পারলে আমার নামে কুকুর পুষবেন: মুকুল রায়

মমতাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাতে না পারলে আমার নামে কুকুর পুষবেন: মুকুল রায়


তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়ে আজ এ যাবৎকালের সবথেকে রাজনৈতিক ঘোষণাটা করে ফেললেন মুকুল রায়। এক দলীয় প্রচারসভা থেকে আত্মপ্রত্যয়ী মুকুল রায় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মামাত বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমন করে ঘোষণা করেন, আপনাকে বাংলার মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাবই। আর যদি তা না পারি, আমার নামে কুকুর পুষবেন আপনারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এখন বাংলার বুকে ডাকাতি করছে। আমরা চোর তাড়াতে চেয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গণতন্ত্রের সরকারের স্বপ্ন দেখেছিলাম আমরা, স্বপ্ন দেখেছিল বাংলার মানুষ। কিন্তু বাংলায় ডাকাত-সরকার আসায় মানুষের সেই স্বপ্ন ভেঙে ছারখার। বাংলায় এখন প্রকৃত পরিবর্তনের সরকার গড়তে পারে বিজেপিই।

ঝাড়়গ্রামের গোপীবল্লভপুরে দলীয় প্রার্থী সমর্থনে প্রচার এসে মুকুল রায় আরো বলেন, বিজেপিই বাংলায় পরিবর্তনের সরকার গড়বে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বাংলার মসনদ থেকে সরাবই। এটা আমাদের চ্যালেঞ্জ। এখন তৃণমূল বিজেপিকে ভয় পাচ্ছে। আর কংগ্রেস বা সিপিএম নয়, তৃণমূলের ভীতির কারণ হয়ে উঠেছে বিজেপিই। মমতা বন্দ্যোপাধ্যায়ের যত রাগ এখন আমার উপর। উনি এখন আমাকে গদ্দার বলছেন। কিন্তু তিনিও তো গদ্দারি করেছেন। কংগ্রেসের খেয়ে-পরে বিধায়ক-মন্ত্রী হয়েছেন। আপনি কেন কংগ্রেস ছাড়লেন? তাহলে সেটা কি গদ্দারি নয়? আমার বিরুদ্ধে অস্বচ্ছতা প্রমাণ করতে পারলে রাজনীতিই ছেড়ে দেব। কিন্তু আমি যদি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অস্বচ্ছতা প্রমাণ করতে পারি, তাহলে ওনাকে মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিতে হবে। আমার পরিবারের বিরুদ্ধে এখন আঙুল তোলা হচ্ছে। কিন্তু ওঁনার নিজের পরিবারের কথা কি ভেবে দেখেছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!