এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “মিথ্যা কেসে নয়, মার দিয়েই জেলে যান” কর্মীদের উদ্দেশ্যে একি বললেন সুকান্ত!

“মিথ্যা কেসে নয়, মার দিয়েই জেলে যান” কর্মীদের উদ্দেশ্যে একি বললেন সুকান্ত!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বিভিন্ন সময়ে বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিরোধী নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে কেস দিচ্ছে রাজ্যের পুলিশ। পঞ্চায়েত নির্বাচনের মুখেও দিকে দিকে সেই অভিযোগ বিরোধীদের। আর এই পরিস্থিতিতে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বড় বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। একটি কর্মীসভা থেকে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, মিথ্যা কেস দিয়ে যদি জেলে যেতে হয়, তাহলে মার দিয়ে জেলে যাওয়া অনেক ভালো। আর নির্বাচনের মুখে বিজেপির রাজ্য সভাপতির এই মন্তব্যকে কেন্দ্র করে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে বঙ্গ রাজনীতিতে।

প্রসঙ্গত, এদিন একটি কর্মী সভায় বক্তব্য রাখেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর সেখানেই কর্মীদের চাঙ্গা করতে বিস্ফোরক মন্তব্য করতে দেখা যায় তাকে। যেখানে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “মার খাওয়ার দিন শেষ। যদি মিথ্যা কেস দিয়েই জেলে যেতে হয়, তাহলে মার দিয়ে জেলে যাওয়া অনেক ভালো। পার্টি আপনাকে জামিন করিয়ে ছাড়িয়ে আনবে।”

তবে সুকান্ত মজুমদার এই কথা বললেও তাকে কটাক্ষ করছে শাসক দলের ঘনিষ্ঠ মহল। তাদের দাবি, অপরাধমূলক ঘটনার সঙ্গে জড়িয়ে থাকলেও পুলিশ গ্রেফতার করতে পারবে না! এটা কি ধরনের কথা বলছেন রাজ্য সভাপতি! তিনি তো প্রকাশ্যে নিজের দলের কর্মীদের হিংসাত্মক ঘটনা ঘটানোর জন্য প্ররোচনা দিচ্ছেন বলেও দাবি একাংশের। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!