এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > সিভিক পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, ব্যাপক চাপে রাজ্য প্রশাসন!

সিভিক পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, ব্যাপক চাপে রাজ্য প্রশাসন!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পঞ্চায়েত নির্বাচনের আগে দিকে দিকে বোমা, বন্দুকের আওয়াজ সন্ত্রস্ত করছে সাধারণ মানুষকে। যা নিয়ে প্রশাসনকে কটাক্ষ করছে বিরোধীরা। আর এই পরিস্থিতিতে সিভিক পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। তার দাবি, অনেক জায়গায় সিভিক পুলিশ গিয়ে মানুষকে ভয় দেখানোর জন্য বোম রেখে আসছে।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে বিস্ফোরক মন্তব্য করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, “বিভিন্ন জায়গায় বোম, বন্দুক উদ্ধার হচ্ছে। আমরা বারবার পুলিশকে বলেছি, এটা অবিলম্বে উদ্ধার করা উচিত। অনেক জায়গায় সিভিক পুলিশ গিয়ে মানুষকে ভয় দেখানোর জন্য বোম রেখে আসছে। এই ধরনের ঘটনা বন্ধ হওয়া উচিত।”

বলা বাহুল্য, আইন-শৃঙ্খলা সহ বেশ কিছু কাজের ক্ষেত্রে সিভিক পুলিশদের রাখা যাবে না বলে নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু তারপরেও ভোটের ক্ষেত্রে সেই সিভিক পুলিশদের ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছিল বিরোধীরা। আর এই পরিস্থিতিতে এবার সেই সিভিক পুলিশের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ করে রাজ্য প্রশাসনকে চাপের মুখে ফেলে দিলেন দিলীপ ঘোষ। তবে এই ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!