এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পঞ্চায়েত ভোটের মুখে সায়নীকে নোটিশ, হাজিরার নির্দেশ কেন্দ্রীয় সংস্থার!

পঞ্চায়েত ভোটের মুখে সায়নীকে নোটিশ, হাজিরার নির্দেশ কেন্দ্রীয় সংস্থার!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পঞ্চায়েত ভোটের মুখে বিজেপির প্রধান অস্ত্র তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পদক্ষেপে ধরা পড়বেন একের পর একে হেভিওয়েট। আর এই পরিস্থিতিতে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নোটিশ পৌঁছে গেল তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষের কাছে। মূলত, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া যুব তৃণমূলের বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই এই নোটিশ বলে খবর।

সূত্রের খবর, এদিন তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষের কাছে একটি নোটিশ পৌঁছে দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। যেখানে জানিয়ে দেওয়া হয়, আগামী শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে এই তৃণমূল নেত্রী তথা বিশিষ্ট অভিনেত্রীকে। বলা বাহুল্য, তৃণমূল যুব কংগ্রেসের দাপুটে নেতা ছিলেন কুন্তল ঘোষ। তার সঙ্গে সায়নী ঘোষের একাধিক ছবি সামনে এসেছে। যা নিয়ে বহু চর্চা হয়েছে। আর এবার সেই কুন্তল ঘোষের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সায়নী ঘোষকে জেরা করতেই এই নোটিশ বলে মনে করছেন একাংশ।

বিশেষজ্ঞদের মতে, ভোটের মুখে সায়নী ঘোষকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই নোটিশ যথেষ্ট অস্বস্তির মুখে ফেলে দিল তৃণমূল কংগ্রেসকে। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দেওয়া হয়েছে। তবে তিনি পঞ্চায়েত নির্বাচনের কথা বলে হাজিরা দেননি। শুধু তাই নয়, 11 বার নোটিশ দেওয়া হয়েছে রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে। তাকে দিল্লিতে তলব করা হয়েছে। কিন্তু তিনিও প্রতিবারই সেই হাজিরা এড়িয়ে গিয়েছেন। আর এই পরিস্থিতিতে নির্বাচনের মুখে যুব তৃণমূলের সভানেত্রীকে কেন্দ্রীয় সংস্থার এই নোটিশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন একাংশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!