এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > কংগ্রেসের কর্মসূচিকে বানচাল করতেই তড়িঘড়ি ভোট ঘোষণা! একি বললেন অধীর!

কংগ্রেসের কর্মসূচিকে বানচাল করতেই তড়িঘড়ি ভোট ঘোষণা! একি বললেন অধীর!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- হঠাৎ করেই বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক বৈঠক করে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। আগামী 8 জুলাই রাজ্যে এক দফায় পঞ্চায়েত নির্বাচন করার কথা জানিয়ে দেওয়া হয়েছে। আর এই পরিস্থিতিতে সামনেই কংগ্রেসের শহীদ মিনার চলো কর্মসূচি রয়েছে। আর সেই কর্মসূচির আগে এই ঘোষণা করে যাতে সেই কর্মসূচিকে সফল করতে না পারে কংগ্রেসের কর্মী সমর্থকরা, সেই কারণেই এই চেষ্টা বলে দাবি করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।

প্রসঙ্গত, এদিন একটি সাংবাদিক বৈঠক করেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, “আগামী 15 জুন প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে শহীদ মিনার চলো কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। সারা রাজ্যজুড়ে কংগ্রেসের কর্মী সমর্থকরা এই কর্মসূচিতে যোগ দিতে এবং তাকে সফল করতে মুখিয়ে রয়েছেন। কিন্তু এমন একটা সময় পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা করে যাতে এই কর্মসূচি সফলতা না পায়, তার জন্য পরিকল্পনা করা হলো। কেননা নির্বাচন ঘোষণা হলে সকল রাজনৈতিক দল কিভাবে নির্বাচন হবে, প্রার্থী দেওয়া থেকে শুরু করে মনোনয়নপত্র জমা দেওয়ার দিকে নজর দেবে। সেক্ষেত্রে কংগ্রেসের এই কর্মসূচি ব্যাহত হতে পারে। তাই এই সমস্ত দিকে লক্ষ্য রেখেই কমিশনের পক্ষ থেকে এই ধরনের ঘোষণা করে দেওয়া হলো।”

তবে অধীর চৌধুরী এই দাবি করলেও তাকে গুরুত্ব দিতে নারাজ শাসকদলের একাংশ। তাদের দাবি, যে দল বিধানসভা নির্বাচনে একটা আসনে জিততে পারে না, যে দলের একজন বিধায়ক নেই, সেই দলের সভাপতির মুখ থেকে এই ধরনের কথা শোভা পায় না। কংগ্রেসকে কোনোমতেই গুরুত্ব দেয় না তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক ভাবে কংগ্রেস বর্তমানে ক্ষয়িষ্নু দলে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে। তাই তাদের কর্মসূচিকে আটকানোর জন্য নির্বাচন কমিশন তড়িঘড়ি নির্বাচন ঘোষণা করবে, এমনটা হাসির বিষয় ছাড়া আর কিছুই নয়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!