এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “তৃণমূলের লোকেরাও জানে না যে নির্বাচন হবে!” পঞ্চায়েতের ঘোষণা নিয়ে বড় তথ্য দিলেন দিলীপ!

“তৃণমূলের লোকেরাও জানে না যে নির্বাচন হবে!” পঞ্চায়েতের ঘোষণা নিয়ে বড় তথ্য দিলেন দিলীপ!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- নতুন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পরদিনই রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছেন রাজীব সিনহা। এক দফায় আগামী জুলাই মাসের 8 তারিখে এই পঞ্চায়েত নির্বাচন হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি। তবে তড়িঘড়ি এই ঘোষণা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। আর এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের ঘোষণা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার দাবি, নির্বাচন কমিশনের এই ঘোষণার পরে তৃণমূলের অনেকেই জানে না যে, নির্বাচন হবে। এমনকি দ্রুত এই ঘোষণা করলেও কোনো প্রস্তুতি নেই বলে অভিযোগ করেছেন তিনি।

প্রসঙ্গত, এদিন পঞ্চায়েত নির্বাচন ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনকে আক্রমণ করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, “কোনো প্রস্তুতি নেই। এমনকি তৃণমূলের অনেকেও জানে না যে, নির্বাচন হবে। সরকারি কর্মীদের মধ্যে অনেকে জানে না। কোথাও কোনো প্রস্তুতি নেই। তার মধ্যেই নির্বাচনের ঘোষণা। নিজেদের পেটোয়া লোকেদের দিয়ে করিয়ে দেওয়া হয়েছে।”

একাংশ বলছেন, বর্তমান নির্বাচন কমিশনার শাসক দলের কথামতো কাজ করছে। তাই দায়িত্ব নেওয়ার পর তিনি হয়তো ওপরমহল থেকে তার কাছে নির্দেশ ছিল, সেই কারণে তড়িঘড়ি পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা করে দিয়েছেন তিনি। কিন্তু কিভাবে হবে সেই নির্বাচন, সেই পরিকাঠামো কি আদৌ কমিশনের কাছে আছে! তা একটা বড় প্রশ্ন। আর এই পরিস্থিতিতে সেই বিষয় নিয়েই প্রশ্ন তুলে রাজ্য এবং কমিশনকে চাপে ফেলে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!