এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > নির্বাচন পরিচালনায় অদক্ষ কমিশন! বিস্ফোরক অধীর!

নির্বাচন পরিচালনায় অদক্ষ কমিশন! বিস্ফোরক অধীর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যের নতুন নির্বাচন কমিশনার রাজীব সিনহার ভূমিকা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন তুলতে দেখা গিয়েছিল বিরোধী রাজনৈতিক দলগুলোকে। নির্বাচন কমিশনার হিসেবে তিনি দায়িত্ব নেওয়ার একদিন পরেই পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা করে দিয়েছেন। যেখানে অনলাইনে মনোনয়নপত্র দেওয়া নিয়ে নির্বাচন কমিশনকে প্রশ্ন করা হলে তিনি সরকারের সঙ্গে আলোচনা করেই এই ব্যাপারে কথা বলতে পারবেন বলে জানিয়ে দিয়েছেন। আর সেই বিষয়টি তুলে ধরেই নির্বাচন কমিশনকে অদক্ষ বলে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী‌। তার দাবি, এই নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনায় অদক্ষ এবং অযোগ্য।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে একটি সাংবাদিক বৈঠক করেন প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। যেখানে তিনি বলেন, “নির্বাচন ঘোষণার পর আপনাদের মধ্যে থেকেই কেউ নির্বাচন কমিশনারকে প্রশ্ন করেছিলেন যে, অনলাইনে মনোনয়নপত্র দেওয়া যাবে কিনা! সেটা নিয়ে নির্বাচন কমিশন বলেছেন যে, তিনি সরকারের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ নির্বাচন কমিশনের এই বক্তব্যের মধ্যে দিয়েই পরিষ্কার হয়ে যাচ্ছে, এই বর্তমান নির্বাচন কমিশন অদক্ষ এবং অযোগ্য। নির্বাচন ঘোষণার পর থেকে সমস্ত দায়িত্ব থাকে নির্বাচন কমিশনের কিন্তু সেক্ষেত্রে তিনি সরকারের সঙ্গে আলোচনা করার কথা বলে কি বোঝাতে চাইছেন!”

বিরোধীদের দাবি, বর্তমান নির্বাচন কমিশনার শাসক দলের হাতের পুতুলে পরিণত হয়েছে। নবান্ন থেকে যে নির্দেশ দেওয়া হবে সেই মতোই পরিচালনা করা হবে পঞ্চায়েত নির্বাচন। আর নির্বাচন কমিশনারের ঘোষণার পর তা আরও স্পষ্ট হয়ে গেল বলেই দাবি করছেন অধীরবাবুর মত কংগ্রেস নেতারা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!