এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > “তৃণমূলের কথাতেই চলছে নির্বাচন কমিশন” ভোট ঘোষণার পরেই কটাক্ষ বাম নেতার!

“তৃণমূলের কথাতেই চলছে নির্বাচন কমিশন” ভোট ঘোষণার পরেই কটাক্ষ বাম নেতার!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পরদিনই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা করে দিয়েছেন রাজীব সিনহা। এক দফায় সেই নির্বাচন করার কথা জানিয়ে দিয়েছেন তিনি। আর তারপর থেকেই গোটা বিষয় নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। বাম, কংগ্রেস, বিজেপির তরফ থেকে নির্বাচন কমিশন তৃণমূলের কথামতো চলছে বলে অভিযোগ করা হচ্ছে। আর এই পরিস্থিতিতে সেই নির্বাচন কমিশনকে কড়া ভাষায় আক্রমণ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।

প্রসঙ্গত, এদিন নির্বাচন কমিশনের পক্ষ থেকে পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পরেই তা নিয়ে প্রতিক্রিয়া দিতে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলগুলো। আর সেই ব্যাপারে সিপিএমের সুজন চক্রবর্তী বলেন, “নির্বাচন কমিশন সম্পূর্ণরূপে শাসক দলের কথামতো কাজ করছে। এক দফায় পঞ্চায়েত নির্বাচন করে কেন্দ্রীয় বাহিনী হবে কি হবে না, কোনো কথাই স্পষ্ট করছে না। তবে এরা যদি ভাবে 2018 এর মতো 2023 সালের পঞ্চায়েত নির্বাচন হবে, তাহলে তারা ভুল করছে।”

বলা বাহুল্য, পঞ্চায়েত নির্বাচন ঘোষনার পর থেকেই গোটা বিষয় নিয়ে অসন্তোষ প্রকাশ করতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। তাদের দাবি, রাজ্য পুলিশ দিয়ে কোনোমতেই সুষ্ঠ এবং অবাধ নির্বাচন সম্ভব নয়। আর এই পরিস্থিতিতে গোটা বিষয়ে তৃণমূল এবং নির্বাচন কমিশনকে কড়া ভাষায় আক্রমণ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!