এখন পড়ছেন
হোম > জাতীয় > উত্তরপ্রদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে যোগীতে বিরক্ত বিজেপি, তলব পড়ল দিল্লিতে

উত্তরপ্রদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে যোগীতে বিরক্ত বিজেপি, তলব পড়ল দিল্লিতে

উওরপ্রদেশের উন্নাওয়ের গনধর্ষনের ঘটনায় অশান্তির দানা বাঁধছে যোগী-বিজেপি সম্পর্কে।অভিযোগ উওরপ্রদেশের বিজেপি বিধায়ক কুলদীপ সিং ও দলবলের বিরুদ্ধে।নিপীীড়িতার আত্মহত্যার চেষ্টা মুুুখ্যমন্ত্রীর বাড়িরর সামনে, শুধু তাই নয়, নিপীড়িতার বাবারও রহস্্যজনক মৃত্যুুুকে ঘিরে উত্তপ্ত  উন্নাও।এরই মধ্য মোদীজি উওরপ্রদেশের মুুুখ্যমন্ত্রীকে ডেকে পাঠালেন। চরম আতঙ্ক এ যোগীজি।এরই সাথে তাকে সামলাতে হচ্ছে বিরোধীদের হাজারো প্রশ্নকে। এরমধ্যে মোদীজি তার প্রিন্সিপাল সেক্রেটারি উওরপ্রদেশ ক্যাডারের আইএএস অফিসার নৃপেন্দ্র মিশ্রকে আদেশ দিয়েছে যোগীজিকে ঘটনার তদন্ত শুরু করার কথা জানাতে।তদন্তকারীর দল সেইকথামতো

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তদন্ত শুরু করেছেন।ইতিমধ্যে অমিত শাহ যাচ্ছেন লক্ষৌতে রাজ্যের পরিস্থিতি নিয়ে কথা বলতে।প্রসঙ্গত জানিয়ে দেওয়া ভালো মোদীজির পছন্দ করতেন কেন্দ্রীয় মন্ত্্রী ভূমিহার নেতা মনোজ সিনহাকে,যোগীজিকে তিনি পছন্দই করতেন না তাই যোগী-মোদী সম্পর্ক প্রথম  থেকেই ভালো না।

এরইমধ্যে একতা বাড়ছে অখিলেশ-মায়াবতী সম্পর্কে,দলিতরাও অসন্তোষ প্রকাশ করছে এরসঙ্গে জুড়েছেমুখ্যমন্ত্রীর গোরক্ষপুর সহ উপনির্বাচনে হার,তার ব্যক্তিগত প্রচারে বিপুল অর্থব্যয়,উওরপ্রদেশের বাইরেও হিন্দুবাদী প্রচারের ঝড়,পরবর্তী পদপ্রার্থী জন্যে তার নাম নিয়ে আলোচনা ও স্বীকৃতির দাবী এসবে যখন টালমাটাল অবস্থা তখন এর সঙ্গে লেজ জুড়েছে গনধর্ষণের মতো অমানবিকতা এবং তার নিরিখে যোগী-মোদী সম্পর্কের অগ্নিগর্ভ দশা।এ ঠান্ডা লড়াই এর পরিনাম কী হবে তা আঁচ করা বোধহয় খুব কঠিন নয়।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!