এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাংলায় লোকাল ট্রেন কি আদৌ চালু হবে? তৃণমূল-বিজেপির নতুন দ্বন্দ্বে বাড়ছে সংশয়! জানুন বিস্তারে

বাংলায় লোকাল ট্রেন কি আদৌ চালু হবে? তৃণমূল-বিজেপির নতুন দ্বন্দ্বে বাড়ছে সংশয়! জানুন বিস্তারে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – লকডাউন এর প্রাথমিক পর্ব থেকেই দেশজুড়েই বন্ধ হয়ে যায় গণপরিবহণ ব্যবস্থা। এরপর ধীরে ধীরে আনলক পর্ব থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়া শুরু হয় এবং ধীরে ধীরে একটু একটু করে পরিবহণ ব্যবস্থাও স্বাভাবিক হওয়ার দিকে সমগ্র দেশে। মুম্বাইতে ইতিমধ্যেই লোকাল ট্রেন চালানো শুরু হয়ে গেছে। কিন্তু বাংলা সেদিক থেকে কিছুটা পিছিয়ে। মেট্রো চলাচল শুরু হলেও এখনো পর্যন্ত লোকাল ট্রেন নিয়ে রাজ্য সরকার নেতিবাচক ভূমিকা নিয়েছে। আর তাই নিয়ে এবার রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন রাজ্য বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত।

শুক্রবার সাধারণের উদ্দেশ্যে বিজেপি সাংসদ একটি টুইট করেন। যেখানে তিনি নবান্নে রেলের তরফ থেকে পাঠানো দু’টি চিঠির প্রতিলিপি পোস্ট করেন। দেখা যাচ্ছে, রেলের তরফ থেকে গত পয়লা সেপ্টেম্বর তৎকালীন মুখ্যসচিব রাজীব সিনহাকে একটি চিঠি দেওয়া হয়েছিল। যেখানে মেট্রো ও লোকাল ট্রেন পরিষেবা চালু করার জন্য রাজ্যের তরফ থেকে রুপরেখা চাওয়া হয়। কিন্তু সেক্ষেত্রে রাজ্য প্রশাসন কোন সাড়াশব্দ দেয়নি। এরপর গত 13 ই অক্টোবর রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে রেলের তরফ থেকে আরও একটি চিঠি পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে।

সেই চিঠিতে পূর্ব রেলের তরফে কর্মীদের জন্য কিছু স্পেশাল ট্রেন চালানোর কথা লেখা আছে। এছাড়াও লোকাল ট্রেন চালানো নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে সাহায্যের আশ্বাস চাওয়া হয়। রাজ্যের সঙ্গে বৈঠকের আবেদনও করা হয় রেলের তরফ থেকে। কিন্তু তাতেও কোনো উত্তর পাওয়া যায়নি। প্রসঙ্গত, বর্তমানে রাজ্যের বিভিন্ন জায়গায় স্পেশাল ট্রেনে সাধারণ যাত্রীরা উঠে পড়ছেন। ফলস্বরূপ রেল পুলিশের সঙ্গে সাধারণ মানুষের শুরু হচ্ছে বিবাদ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে রাজ্য বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত এই দুটি চিঠির কথা উল্লেখ করে পরিষ্কার জানিয়েছেন, রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবেই লোকাল ট্রেন চালু করছে না বাংলায়। রাজ্য সরকারের অনুমতি না পেলে পশ্চিমবঙ্গের রেল চলাচল শুরু যে কোনোমতেই হবেনা তা জানান তিনি। অন্যদিকে সাধারণ মানুষের পক্ষ থেকেও প্রবল দাবি শুরু হয়েছে লোকাল ট্রেন চালানো নিয়ে। জায়গায় জায়গায় এই নিয়ে বিক্ষোভ হচ্ছে। সম্প্রতি সোনারপুর, হুগলি, লিলুয়ায় ট্রেন চালানো নিয়ে বিক্ষোভ হয়। এবং এই বিক্ষোভ ঘিরে শুরু হয় প্রবল গন্ডগোল।

উল্লেখ্য, আনলক পর্বের শুরু থেকে ধাপে ধাপে দূরপাল্লার ট্রেন চলা শুরু হলেও সাধারণের জন্য লোকাল ট্রেন কিন্তু চলছে না। মেট্রো চলাচলও শুরু হয়েছে করোনা বিধি মেনে। অন্যদিকে লোকাল ট্রেন চালানো নিয়ে রাজ্য সরকার ইতিমধ্যেই জানিয়েছে, পুজোর আগে ট্রেন চলাচলের অনুমতি কোনভাবেই দেওয়া সম্ভব নয়। কারণ পুজোর পরে করোনা সংক্রমণ কতটা বৃদ্ধি পায়, তার ওপরই নির্ভর করবে লোকাল ট্রেন চালুর ব্যাপারটি। তবে ট্রেন চালু না হওয়ার বিষয়টি নিয়ে বিজেপি যে এবার বিধানসভা নির্বাচনের আগে অন্যতম ইস্যু করে তুলবে শাসকদলের বিরুদ্ধে তা কিন্তু ক্রমেই স্পষ্ট হচ্ছে বলে দাবী রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!