রাজ্য শাখাগুলিকে লোকসভা ভোটার জন্য প্রস্তুত থাকতে বলে রহস্য বাড়াল বিজেপি জাতীয় বিশেষ খবর February 15, 2018 দেশের এখন সবথেকে বড় রহস্যের নাম – কবে হবে লোকসভা ভোট? একবার শোনা যাচ্ছে ২০১৯ এর লোকসভা ভোট এগিয়ে এনে ২০১৮ এর শেষের দিকে হবে, আবার পরক্ষণেই বিজেপির কোনো শীর্ষনেতা জানিয়ে দিচ্ছেন লোকসভা ভোট সময়েই হবে। রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, একে গুজরাটে ‘খারাপ’ ফল হয়েছে, তার উপরে বিভিন্ন সমীক্ষায় দেখা যাচ্ছে আসন্ন রাজস্থান ও মধ্যপ্রদেশ নির্বাচনেও ‘খারাপ’ ফলের ইঙ্গিত। আর ওই দুই বড় রাজ্যে সত্যিই ‘খারাপ’ ফল হলে তার প্রভাব লোকসভা ভোটে প্রবল ভাবে পড়তে পারে। তাই বিজেপির তরফে লোকসভা ভোট এগিয়ে আনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বার বার। এদিকে, রহস্য বাড়িয়ে বিজেপির তরফে রাজ্য শাখাগুলিকে সাধারণ নির্বাচনের জন্য তৈরি থাকার জন্য নির্দেশিকা পাঠানো হয়েছে। ফলে জল্পনা ক্রমশ বাড়ছে, অনেকেরই ধারণা লোকসভা ভোট যত এগিয়ে আসবে বিরোধীরা তত এককাট্টা হতে পারে, এমনকি এনডিএ জোটেও বড়সড় ভাঙন ধরতে পারে। ইতিমধ্যেই জোট ভাঙার কথা ঘোষণা করে দিয়েছে। চাপ বাড়াচ্ছে অন্ধ্রে চন্দ্রবাবু নাইডুর নেতৃত্ত্বাধীন তেলেগু দেশম বা কাশ্মীরে মেহেবুব মুফতির নেতৃত্ত্বাধীন পিডিপি। আর তাই বিরোধী ও জোট শরিকদের সুযোগ না দিয়ে বিজেপি আচমকা নির্বাচনের পথে হাঁটতে পারে। সূত্রের খবর, নির্বাচনের জন্য তৈরি থাকার জন্য নির্দেশিকার পাশাপাশি রাজ্য শাখাগুলিকে জন সংযোগ প্রক্রিয়া জোরদার করতে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যগুলিকে পাঠানো নির্দেশিকায় সম্ভাব্য কোনও সময় দেওয়া না হলেও, সাধারণ নির্বাচনের জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে যে কোন মুহূর্তেই ঘোষণা হয়ে যেতে পারে লোকসভা ভোটার নির্ঘন্ট বলে ধারণা সংশ্লিষ্ট মহলের। আপনার মতামত জানান -