এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > জমজমাট বঙ্গ রাজনীতি! খোদ মমতার পাড়ায় ঢুকে পদ্ম ফোটানোর মহা চ্যালেঞ্জ নিলেন শুভেন্দু অধিকারী

জমজমাট বঙ্গ রাজনীতি! খোদ মমতার পাড়ায় ঢুকে পদ্ম ফোটানোর মহা চ্যালেঞ্জ নিলেন শুভেন্দু অধিকারী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দলবদল করেই শুভেন্দু অধিকারী যেভাবে তৃণমূল নেত্রী এবং তাঁর দলকে আক্রমণ করতে শুরু করেছেন, তা দেখে রীতিমতো চমকিত বাংলার রাজনৈতিক মহল। শুভেন্দু অধিকারী তৃণমূল ছাড়ার পর থেকেই তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল। শুভেন্দু দল ছাড়লেও তাঁর বাড়ির অন্য কোন সদস্য এখনো পর্যন্ত তৃণমূল ছাড়েননি। কিন্তু তার মধ্যেই গন্ডগোল শুরু হয় শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারীকে কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে সরিয়ে দেওয়ার পর। এদিকে শুভেন্দু রাজ্যের ঘরে ঘরে এমনকি হরিশ চ্যাটার্জ্জী স্ট্রীটেও পদ্ম ফোটাবেন বলে হুঁশিয়ারি দেন।

অন্যদিকে সৌমেন্দুর বিরুদ্ধে অভিযোগ ওঠে, তলে তলে তিনি শুভেন্দুর সাথে যোগাযোগ রাখছিলেন। খুব স্বাভাবিকভাবেই সৌমেন্দুর পক্ষে মুখ খোলেন তাঁর বাবা শিশির অধিকারী এবং দাদা দিব্যেন্দু অধিকারী। জল্পনা আরও জোরদার হয়ে ওঠে যখন দেখা যায়, বিজেপি নেতা জ্যোতির্ময় মাহাতো বুধবার সকালে অধিকারী পরিবারে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন। শুভেন্দু তৃণমূল শিবির ত্যাগ করার পর থেকেই শুরু হয়েছে নন্দীগ্রামে গন্ডগোল। মঙ্গলবার নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক শুভেন্দু অধিকারীর রোড শো ছিল। এই রোড শোতে ভিড়ও হয়েছিল চোখে পড়ার মতন। কিন্তু অভিযোগ ওঠে শুভেন্দু অনুগামীদের ওপর হামলা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যথারীতি অভিযোগের তীর তৃণমূলের দিকে থাকে। পাশাপাশি নন্দীগ্রামের তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর হওয়ায় অভিযোগ ওঠে বিজেপির দিকে। সবমিলিয়ে নন্দীগ্রামের রাজনৈতিক পরিবেশ কিন্তু রীতিমতো উত্তপ্ত হয়ে রয়েছে। আর তার মধ্যেই শুভেন্দু অধিকারী একের পর এক চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তৃণমূলের দিকে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে। সম্প্রতি উত্তর চব্বিশ পরগণার খড়দা থেকে শুভেন্দু অধিকারী স্পষ্ট ইঙ্গিত দেন, তাঁর বাড়ির লোকজনও গেরুয়া শিবিরে যোগদান করবেন। পাশাপাশি শুভেন্দু হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঢুকে পদ্ম ফুটে ফোটানোর দাবি করেন। আর তাই নিয়েই শুরু হয় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য। বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই শুভেন্দু অধিকারীর সুর রীতিমতো চড়ার দিকে।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শুরু করে তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে সৌগত রায়, প্রশান্ত কিশোর কাউকেই ছাড়ছেন না শুভেন্দু। প্রসঙ্গত, বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই ঘরে ঘরে পদ্ম ফুটানোর দাবিতে সরব হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সেক্ষেত্রে মমতা ব্যানার্জীর পাড়ায় ঢুকে পদ্ম ফোটানোর দাবী নিঃসন্দেহে একুশের রাজনৈতিক পরিমন্ডলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। নতুন বছরের শুরুতে আবারও বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। শুভেন্দু অধিকারী পদ্ম ফোটানোর যে ইঙ্গিত দিয়েছেন, তাতে তৃণমূলে যে নতুন করে ভাঙন ধরতে চলেছে সে ব্যাপারে নিশ্চিত রাজ্যের ওয়াকিবহাল মহল।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!