এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপির প্রার্থী তালিকায় আগামী দিনে বড় চমক, চাণক্য কি নিজেই নামবেন ভোট ময়দানে?

বিজেপির প্রার্থী তালিকায় আগামী দিনে বড় চমক, চাণক্য কি নিজেই নামবেন ভোট ময়দানে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাংলার বিধানসভা নির্বাচন প্রায় দোড়গোড়ায় এসে পড়েছে। ইতিমধ্যেই তৃণমূল তাঁদের সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এদিকে গেরুয়া শিবির তাঁদের প্রার্থী তালিকা সামনে আনতেই রই রই করে সারা জেলা জুড়ে শুরু হয়েছে ব্যাপক বিক্ষোভ। আজ কলকাতার হেস্টিংসের অফিসের সামনে লাগাতার বিক্ষোভ দেখিয়েছে বিজেপি কর্মীরা। এই অবস্থায় গতকাল রাতে পরিস্থিতি সামলাতে অমিত শাহ, জেপি নাড্ডাসহ বিজেপির কোর কমিটির মেম্বাররা বসেছিলেন রাতভর বৈঠকে। তাতেও পরিস্থিতি খুব একটা কিছু ভালো হয়নি। এরমধ্যেই আজকে মুকুল রায় এবং দিলীপ ঘোষকে ডেকে পাঠানো হয়েছে দিল্লিতে।

এবং সূত্রের খবর, মুকুল এবং দিলীপকে প্রার্থী করার কথা চিন্তাভাবনা করছে গেরুয়া শিবির। প্রসঙ্গত, দিল্লিতে যেভাবে জরুরি তলব করে ডাকা হল দিলীপ এবং মুকুলকে তাতে দুজনেরই প্রার্থী হবার সম্ভাবনা বেড়ে উঠেছে। এখন দেখার পঞ্চম ও ষষ্ঠ দফার প্রার্থী তালিকায় বঙ্গ বিজেপির দুই স্তম্ভ দিলীপ ঘোষ এবং মুকুল রায়কে কোন জায়গা থেকে প্রার্থী করা হয়! প্রসঙ্গত, মুকুল রায় সারাজীবনে এখনো পর্যন্ত সারা জীবনে মাত্র একবার প্রার্থী হয়েছিলেন 2006 সালে। এবং সেই নির্বাচনে তিনি হেরে যান। তারপর থেকে তিনি কোনদিনই ভোটের ময়দানে নামেননি। আড়ালে থেকে চাণক্যের ভূমিকা গ্রহণ করেছিলেন। একটা সময় তিনি রাজ্যসভার সাংসদ হয়ে কেন্দ্রের মন্ত্রিসভাতেও ছিলেন।

কিন্তু এবার যদি মুকুল রায় প্রার্থী হিসেবে দাঁড়িয়ে জেতেন, তাহলে কিন্তু এই প্রথমবার ইতিহাস সৃষ্টি করবেন মুকুল। গুঞ্জন শোনা যাচ্ছে, মুকুল রায়কে কৃষ্ণনগরের কোন কেন্দ্রের প্রার্থী করা হতে পারে। যদিও মুকুল রায়ের পক্ষ থেকে এখনও এ ব্যাপারে কোন নিশ্চিত বার্তা পাওয়া যায়নি। অন্যদিকে জানা যাচ্ছে, বিজেপির আরেকজন সাংসদ দিলীপ ঘোষকে একুশের বিধানসভা নির্বাচনে প্রার্থী করা হবে। 2016 সালে দিলীপ ঘোষ খড়গপুর থেকে বিধায়ক হয়েছিলেন। এরপর ঊনিশের লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষ ওই একই কেন্দ্র থেকে সাংসদ হয়েছিলেন। একুশের বিধানসভা নির্বাচনে আবারও দিলীপ ঘোষকে ফেরানোর পরিকল্পনা চলছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে তিনি কোথা থেকে দাঁড়াবেন, তা এখনো ঠিক হয়নি। কারণ তাঁর কেন্দ্রে দাঁড়িয়ে পড়েছেন ইতিমধ্যেই অভিনেতা হিরণ। প্রসঙ্গত, বিজেপি ইতিমধ্যে তাঁর চার সাংসদকে প্রার্থী তালিকায় নিয়ে এসেছে। যথা- বাবুল সুপ্রিয়, লকেট চট্টোপাধ্যায়, নিশীথ প্রামাণিক এবং স্বপন দাশগুপ্ত। এই নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক। আর এবার দিলীপ ঘোষকেও যদি প্রার্থী তালিকায় নিয়ে আসা হয়, তাহলে বিতর্ক যে আরও বাড়বে সে ব্যাপারে নিশ্চিত থাকা যায়। খুব স্বাভাবিকভাবেই বিজেপির প্রার্থী তালিকা নিয়ে ইতিমধ্যে তীব্র কটাক্ষ করতে শুরু করেছে শাসক শিবির সহ অন্যান্য বিরোধী দলগুলি।

অন্যদিকে গেরুয়া শিবির অবশ্য জানাচ্ছে, এটি তাদের পরিকল্পিত চিন্তা ভাবনার ফসল। সব মিলিয়ে প্রার্থী তালিকা নিয়ে গেরুয়া শিবির বড়সড় চাপের মুখে যে পড়েছে সে ব্যাপারে একমত বিশেষজ্ঞরা। রাজ্যের বর্তমান পরিস্থিতি দেখে এই অবস্থায় মুকুল রায় এবং দিলীপ ঘোষকে প্রার্থী পদে নিয়ে আসা কতটা বিচক্ষণতার কাজ হবে, তা অবশ্য বলবে সময়। আপাতত বাংলার মসনদ দখল করতে গেরুয়া শিবির মরিয়া। একইসাথে বাংলা জুড়ে বিধানসভা নির্বাচন ঘিরে হাওয়া ক্রমশ গরম হচ্ছে।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!