করোনা ভ্যাকসিন নিয়ে সামনে এল বড়সড় তথ্য, আগামী বছরই আপনার জন্য সুখবর আসতে চলেছে অন্যান্য জাতীয় শরীর-স্বাস্থ্য November 18, 2020 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- চলতি বছরের সেপ্টেম্বর মাসের শেষের দিকে করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে সামনে এসেছিল বড়োসড়ো তথ্য। যেখানে বলা হয়েছিল, আমেরিকায় শুরু হওয়া ভ্যাকসিনের ট্রায়ালের জন্য ভারতীয় ওষুধ প্রস্তুতকারী সংস্থা বায়োটেকের সঙ্গে চুক্তি করা হয়েছে। যেখানে ট্রায়ালের প্রথম ধাপ ভালো ফলাফল করার ভারতে এর দ্বিতীয় এবং তৃতীয় ধাপের ট্রায়াল শুরু হবে বলে জানান হয়েছিল। সেই সঙ্গে জানানো হয়েছিল, আমেরিকাতেই নতুন ভ্যাকসিনটি মানুষের শরীরে ভালো ফলাফল করায় ভারত বায়োটেক ভারতে এর ট্রায়ালের জন্য প্রস্তুতি নিচ্ছিল বলে জানা গিয়েছিল। তবে এই ভ্যাকসিনের মানুষের শরীরে প্রবেশ করানোর জন্য নাকের সাহায্য নেওয়া হবে বলেই জানানো হয়েছিল। এক্ষেত্রে ডাক্তাররা নাক দিয়ে ভ্যাকসিন নেওয়ার একটি বাড়তি সুবিধা উল্লেখ করে জানিয়েছিলেন, এক্ষেত্রে ইনজেকশনসহ অনেক কিছুর খরচ কমে যাবে। তবে সম্প্রতি ভারতে বর্তমানে এই ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়ালের ইতিবাচক ফলাফল নিয়ে কাজ চলছে বলে জানা গেছে। সেখানে আবারো ভ্যাকসিন সংক্রান্ত ব্যাপারে উঠে এসেছে বড় তথ্য। যেখানে জানা গেছে, ভারত বায়োটেকের ভ্যাকসিন আগামী বছরই সিঙ্গল ডোজ হিসেবে বাজারে পাওয়া যাবে। সেখানে ভ্যাকসিনের দুটি ফোঁটা নাকে দেওয়া হবে। সম্প্রতি এই কাজ করতে আইসিএমআরের সঙ্গে হাত মেলাতে দেখা গেছে ভারত বায়োটেককে। সোমবার ইন্ডিয়ান স্কুল অফ বিজনেস আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়াল বৈঠকে ভারত বায়োটেকের চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর কৃষ্ণা ইল্লা জানিয়েছেন, ভারতের বহু প্রতীক্ষিত এই করোনা ভ্যাকসিন কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের পরীক্ষা শুরু হয়েছে। তিনি আরও জানান, কোম্পানি আরও একটি ভ্যাকসিন নিয়ে কাজ করছে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - আর সেটাই ন্যাজাল ড্রপের মাধ্যমে আগামী বছরের মধ্যেই প্রস্তুত হয়ে যেতে পারে বলেও মনে করছেন তিনি। তবে ইতিমধ্যেই মার্কিন কোম্পানি মডার্নার দাবি করেছিল যে তাদের ভ্যাকসিন ৯৪.৫ শতাংশ কার্যকরী। এক্ষেত্রে ভারত বায়োটকের পর দ্বিতীয় মার্কিন কোম্পানি হিসেবে মডার্না করোনা ভ্যাকসিনের সফল ট্রায়ালের দাবি করেছে। যদিও এর আগে ফাইজার দাবি করেছিল যে তাদের করোনা ভ্যাকসিন করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে ৯০ শতাংশ কার্যকরী হবে। তবে ফাইজারের পর মডার্না দাবিতে আমেরিকা ডিসেম্বরই এই দুটি ভ্যাকসিনের অনুমোদন দিতে পারে বলেই অনুমান করা হচ্ছে। অন্যদিকে মডার্না ইতিমধ্যেই তাদের ভ্যাকসিনের ৬ কোটি ডোজ তৈরি করে ফেলেছে বলে জানা গেছে। যদিও দুটি কোম্পানির দাবির যথার্থতা ও তাদের ভ্যাকসিন কতটা সুরক্ষিত তা যাচাই করে দেখার পরই শেষ সিদ্ধান্ত নেওয়া হবে বলেই জানিয়েছেন তাঁরা। অন্যদিকে, এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে সংস্থার প্রধান জানিয়েছেন, ভ্যাকসিন আসার পরও তা এই করোনাভাইরাস মহামারির প্রকোপ রুখতে পর্যাপ্ত নাও হতে পারে। ফলত মানুষ এখন করোনা সংক্রমণ থেকে বাঁচতে যে উপায়গুলি মেনে চলছে সেগুলি মেনে চলতে হবে বলেই জানিয়েছেন তিনি। সেইসঙ্গে ভ্যাকসিন বস্তুত, এই কাজগুলোর আরও পরিপূরক হবে বলেই মনে করছেন তিনি। কিন্তু কখনোই সেগুলির বিকল্প নয়। তাই মানুষ যতই ভেবে থাকুক না কেন যে ভ্যাকসিন এলে মানুষ সাধারণ জীবন যাপন করতে সক্ষম হবে, সেক্ষেত্রে ভ্যাকসিন এলেও সতর্ককামূলক ব্যবস্থাগুলিতে কোনওরকম শিথিলতা দেখানো ঠিক হবে না বলেই মন্তব্য করতে দেখা গেছে তাঁকে। তাই এখন থেকেই মানুষকে অহেতুক আশা না করতেই বলেছেন তিনি। আপনার মতামত জানান -