এখন পড়ছেন
হোম > জাতীয় > আজ থেকেই শুরু কাজ, অমিত শাহের পঞ্চপান্ডব যুদ্ধের প্রস্তুতি শুরু

আজ থেকেই শুরু কাজ, অমিত শাহের পঞ্চপান্ডব যুদ্ধের প্রস্তুতি শুরু


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যকে গেরুয়া চাদরে মুড়ে দিতে তৎপর হয়ে উঠেছে বিজেপি। সম্প্রতি বিহারের বিধানসভা নির্বাচনে জয়লাভ বিজেপির আত্মবিশ্বাসকে তুঙ্গে তুলে দিয়েছে। এবার বিজেপি সমস্ত শক্তি দিয়ে বাংলা দখলের সিদ্ধান্ত নিল। সম্প্রতি, বঙ্গসফর করে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই পরিস্থিতিতে গতকাল মঙ্গলবার বিজেপির রাজ্য কমিটির বৈঠকে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

গতকাল বিজেপির রাজ্য কমিটির বৈঠকে জানানো হয়েছিল যে, রাজ্যকে কয়েকটি জোনে ভাগ করে দিয়ে আগামী বিধানসভা নির্বাচনের লক্ষ্যে নিজেদের সমস্ত শক্তি নিয়ে মাঠে নামবে বিজেপি। সেইজন্যে রাজ্যকে ৫ টি জোনে ভাগ করে দিয়ে শুরু হলো বিজেপির ভোট যুদ্ধের ব্যাপক প্রস্তুতি। পাঁচজন কেন্দ্রীয় নেতাকে দায়িত্ব দেয়া হয়েছে এই পাঁচটি জোনের। এই নেতারা হলেন সুনীল দেওধর, বিনোদ সোনকার, দুষ্মন্ত গৌতম, হরিশ দ্বিবেদী, বিনোদ তাওরে প্রমুখরা।

জেলা কমিটির সঙ্গে আলোচনা করে জোন ভিত্তিক দলের কর্মসূচির পরিকল্পনা দায়িত্বে আছেন বিজেপির এই কেন্দ্রীয় নেতারা। রাজ্যকে ৫ টি জোনে ভাগ করে দিয়ে এলাকাভিত্তিক জনসংযোগ মূলক কর্মসূচি গ্রহণ করবেন এই নেতারা। সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌছানো হলো তাঁদের মূল লক্ষ্য। তাঁরা দলের কাজ নিয়ে রিপোর্ট পাঠাবেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। যে রিপোর্ট দেখে গ্রহণ করা হবে পরবর্তী পদক্ষেপ।

গতকাল দায়িত্ব বন্টন করে দেবার পর থেকেই একদম সময় নষ্ট না করে আজ থেকেই কাজ শুরু করে দিলেন বিজেপির এই কেন্দ্রীয় নেতারা। বিজেপির এই কেন্দ্রীয় নেতারা আজ থেকে নিজের নিজের জায়গায় পৌঁছে গিয়েছেন। সময় নষ্ট না করে, ঘর গোছানোর দিকে মনোযোগ দিলেন তাঁরা। কোনো ত্রুটি-বিচ্যুতি থাকলে তা মেরামতের দায়িত্ব নিলেন তাঁরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ শিলিগুড়িতে বৈঠক করলেন বিজেপির আইটি সেলের সর্বভারতীয় সভাপতি অমিত মালব্য। দুর্গাপুরে বিজেপি কর্মীদের নিয়ে বৈঠক করলেন বিনোদ সোনকার। উলুবেড়িয়ার বীরশিবপুরে দুই মেদিনীপুর নিয়ে বৈঠক করলেন সুনীল দেওধর ও জ্যোতির্ময় সিং মাহাতো প্রমুখরা। অন্যদিকে রানাঘাটে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করলেন বিনোদ তাওড়ে। অপর দুজন বিজেপি নেতা দুষ্মন্ত গৌতম, হরিশ দ্বিবেদীও বৈঠক করলেন।

কলকাতায়পোর্ট ট্রাস্ট গেস্ট বৈঠক করলেন দুস্যন্ত গৌতম। আজ সকাল থেকেই রাজ্যে আসতে শুরু করে দিয়েছিলেন বিজেপির এই নেতারা। তাঁরা রাজ্যে এসে পৌঁছাতেই বিমানবন্দরে বিজেপি কর্মী-সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেলো। আজকে বিভিন্ন স্থানে বৈঠকের মধ্যে যে বিষয়গুলির আলোচিত হলো। তার মধ্যে প্রধান হলো, সংঘাত দূর করে কিভাবে এগোনো সম্ভব, বিজেপি দলের নতুন-পুরনো দূর করে কিভাবে দলকে ঐক্যবদ্ধ করা যায়, কিভাবে দলের মধ্যে সমন্বয় ঘটানো যায়।এই সমস্ত কিছু নেই গঠনমূলক আলোচনা চলল।

এদিকে আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে ২০০ টি বিধানসভা আসনের লক্ষমাত্রা বেঁধে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই উপলক্ষে আগামী নির্বাচনের জন্য বিশেষ প্রস্তুতি নিতে শুরু করল বিজেপি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!